• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দোস্তানা ২’ থেকে বাদ কার্তিক আরিয়ান, এই বিখ্যাত অভিনেতাকে এবার সই করালেন করণ জোহর

শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর সবসময়ই অনুরাগীদের চর্চার কেন্দ্রে থাকেন। এই বলিউড (Bollywood) সুন্দরীর ছবি মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। তবে এবার তাঁর আগামী ছবি ‘দোস্তানা ২’এর (Dostana 2) জন্য শিরোনামে উঠে এসেছেন জাহ্নবী। জানা যাচ্ছে, ছবির নায়ক বদল হয়েছে। বাদ পড়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর জায়গায় বলি পাড়ার সুপারস্টার অভিনেতাকে সই করিয়েছেন করণ জোহর। নতুন নায়কের নাম শুনে বেশ খুশিই হয়েছেন অনুরাগীরা।

২০১৯ সালে ধর্মা প্রোডাকশন হাউসের তরফ থেকে ‘দোস্তানা ২’এর কথা ঘোষণা করা হয়েছিল। গত বছর ছবির স্টার কাস্ট ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। তবে বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, কার্তিকের ‘অপেশাদার’ আচরণের কারণে একমাস শ্যুটিং হয়ে যাওয়ার পরেও তাঁকে বাদ দেন পরিচালক। দু’জনের নাকি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল।

   

Dostana 2

বিভিন্ন সূত্র মারফৎ অবশ্য জানা যাচ্ছে, ফের ‘দোস্তানা ২’এর কাজ শুরু করতে চলেছেন করণ জোহর। জাহ্নবী কাপুর এবং লক্ষ্য লালওয়ানির পাশে এবার কার্তিকের পরিবর্তে দেখা যাবে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে (Akshay Kumar)। ছবির অভিনেতার বদলের পর তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, চিত্রনাট্যেও বেশ কিছু বদল আসতে পারে। তবে অনুরাগীরা আপাতত, জাহ্নবী-অক্ষয় জুটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘দোস্তানা’ ছবিটি। সেই সুপারহিট ছবির সিক্যুয়েল এটি। অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম এবং ববি দেওল অভিনীত ‘দোস্তানা’ ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এক দশকেরও বেশি সময় পর, এখনও দর্শক মনে সেই ছবির গান, নানান দৃশ্য গেঁথে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই সুপারহিট ছবির সিক্যুয়েল থেকেও দর্শকদের প্রত্যাশা যে অনেকটা থাকবে, তা খানিক জানা কথাই।

Kartik Aaryan,Kartik Aaryan in Dostana 2,Kartik Aaryan out from Dostana 2,Akshay Kumar,Akshay Kumar in Dostana 2,Karan Johar,Dostana 2,Bollywood,Entertainment,কার্তিক আরিয়ান,দোস্তানা ২ থেকে বাদ কার্তিক আরিয়ান,দোস্তানা ২ ছবিতে কার্তিক আরিয়ান,দোস্তানা ২,দোস্তানা ২ ছবিতে অক্ষয় কুমার,অক্ষয় কুমার,করণ জোহর,বলিউড,বিনোদন

জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানের পরিবর্ত হিসেবে ‘দোস্তানা ২’তে যোগ দেওয়া অক্ষয় প্রথমে সি শঙ্করন নায়ারের জীবনীচিত্রের কাজ শেষ করবেন। এরপর শুরু করবেন করণ জোহরের ছবির শ্যুটিং। চলতি বছরের নভেম্বর মাস থেকে ছবির কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।