আজ আমাদের দেশের ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। তাই প্রতি বছরের মতো আজও গোটা দেশজুড়েই মহা সমারোহে পালিত হচ্ছে এই বিশেষ দিন। তাই আট থেকে আশি, সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছেই অত্যন্ত গর্বের দিন। বহু প্রাণ বলিদানের পর স্বৈরাচারী ইংরেজ শাসকদের পরাধীনতার শিকল ভেঙে অবশেষে স্বাধীনতার স্বাদ লাভ করে গোটা দেশবাসী।
আর এই ১৫ ই আগস্টের প্রাক্কালেই সম্প্রতি ভারতীয় নৌসেনাদের (Indian Navy Officer) সাথে একটা গোটা দিন কাটিয়ে এসেছিলেন বলিউডের সুপারস্টার (Bollywood Superstar) কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বাস্তবের সুপারহিরোদের সাথে একটা গোটা দিন কাটানোর বেশ কিছু টুকরো অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় নানান ছবি এবং ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরেছিলেন অভিনেতা।
কার্তিকের শেয়ার করা সেইসব ছবি এবং ভিডিওতে কখনো তাকে দেখা গিয়েছে, নৌ সেনাদের সাথে বন্দুক হাতে নিয়ে পোজ দিচ্ছেন আবার কখনো খেলছেন দড়ি টানাটানি। শুধু তাই নয় পাঞ্জাবী ভাঙড়া গানেও নেচে উঠতে দেখা গিয়েছে তাকে। সেই সাথে রুটি বানানোর বিশেষ মেশিন দেখে একেবারে চমকে গিয়েছেন অভিনেতা।
আবার নৌসানাদের আপন করে নিয়ে সাথে খুব সুন্দরভাবে তাদের সাথে মিশে যেতেও দেখা গিয়েছে অভিনেতাকে। গেম খেলতেও দেখা গিয়েছে একেবারে মাটির মানুষ কার্তিক আরিয়ানকে। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই সেই টুকরা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন বলিউডের রুহ বাবা। আমাদের দেশের প্রকৃত হিরোদের সাথে একটা গোটা দিন কাটাতে পেরে দারুণ খুশি হয়েছেন কার্তিক আরিয়ান।
সেনা জাওয়ানদের সাথে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দিতে দেখা গিয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ার নিজের জীবনের এই বিশেষ মুহূর্ত তুলে ধরে অভিনেতা লিখে ক্যাপশনে লিখেছিলেন ‘সেনাদের অভিনন্দন। সাহসী নৌ সেনাদের সাথে একটা দিন’। কার্তিকের এই পোস্টের কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়ে দিয়েছেন তার অসংখ্য অনুরাগী।