বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartick Aaryan), যদিও তার বলিউডে খুব বেশি সময় হয়নি। তবে বলিউডের চকলেট বয় এর খেতাব আরিয়ানের জুটেছে ইতিমধ্যেই। খুব কম সময়েই অভিনয় জগতে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। এবার কার্তিকের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জল্পনা কল্পনা শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে।
কার্তিকের চকলেট বয় ইমেজের কারণে তার ফ্যানের তালিকা বেশ লম্বা। তালিকায় মহিলা ভক্তের সংখ্যা সবচেয়ে বেশী। উপরন্তু কার্তিক ব্যাচেলার, যাকে বলে বলিউডের মোস্ট এলিজিবলে ব্যাচেলারদের মধ্যে অন্যতম। তাই কার্তিককে প্রায়শই বলিউড গসিপের শিরোনামে দেখা যায়। খুব বেশি দিন বলিউডে পা না রাখলেও ইতিমধ্যেই নাম জড়িয়েছে বহু বলিউড অভিনেত্রীর সাথে। কার্তিকের সাথে যে অভিনেত্রীদের নাম জড়িয়েছে তাদের মধ্যে রয়েছে সারা আলী খান (Sara Ali Khan ) ও অন্যান্য পান্ডের (Ananya Pandey) মত অভিনেত্রী।
তবে, মজার ব্যাপার হল কার্তিকের ঠিক কাকে পছন্দ তা কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি। এক সাক্ষাৎকারে কার্তিক একটি চাঞ্চল্যকর তথ্য দেন সাংবাদিককে। কার্তিক বলেন বলিউডে যে অভিনেত্রীকে তিনি প্রথম পছন্দ করেছিলেন তিনি আর কেউ নন সারা আলী খানের মা কারিনা কাপুর ( Kareena Kapoor )অর্থাৎ “বেবো (Bebo) “। বলিউডের বেবোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই. অনেকেরই প্রথম ক্রাশ কারিনা। তবে, কার্তিকের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়াতে আর ভাইরাল হয়ে পরে।
প্রসঙ্গ, গত বছর কার্তিক আরিয়ানকারিনাকে একটি ফ্যাশন শোতে একসাথে রাম্পে হাটতে দেখা গিয়েছিল। সেখানে কারিনা পরনে ছিল নীল রঙের লেহেঙ্গা আর কার্তিকের পরনে ছিল নির রঙের শেরওয়ানি। সেখানে কারিনার লেহেঙ্গা ঠিক করে দিতে দেখা যায় কার্তিককে। এই দেখে রীতিমন চোখ কপালে উঠেগিয়েছিল নেটিজেনদের। ফ্যাশন শো চলাকালীন কার্তিকের ছবি “লাভ আজ কালের (Love Aaj Kal) “প্রমোশন ছিল, তবে অভিনেতা সেটি সামলে সন্ধ্যায় কারিনার সাথে রাম্প ওয়াক বেশ ভালোভাবেই সামলেছিলেন।