• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে মদের গ্লাস নিয়ে নবরাত্রির শুভেচ্ছা! নেটিজেনদের তুমুল ক্ষোভের মুখে লারা করিনা

৯ দিনব্যাপী নবরাত্রির উৎসব চালু হয়ে গিয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই বলি-তারকারা তাঁদের ফ্যানফলোয়ারদের উদ্দেশ্যে নানাভাবে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সামাজিক মাধ্যমে। যদিও অভিনেত্রী লারা দত্তের শুভেচ্ছা বার্তায় বেদম চটেছে নেটিজেনরা।

নবরাত্রির আবহে ইনস্টাগ্রামের একটি ছবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। করিনা কাপুর, লারা দত্ত, আন্যা সিং, সোহা আলী খান ও কৃতিকা কামরাকে দেখা গেছে ওই ছবিতে। ছবিটি দেখে সহজেই বোঝা যাচ্ছে যে সেটি কোনো তারকাখচিত পার্টির। করিনা কাপুরের হাতে ধরা ওয়াইনের গ্লাস এবং লারা দত্তের ক্যাপশনেই চটেছে ভক্তকুল।

লারা লিখেছেন যে, নবরাত্রির প্রথম দিন এভাবেই আনন্দের সাথে কাটানো উচিত যেখানে মেয়েরা নিজেদের স্বাধীনতা উদযাপন করতে পারবে। যদিও নবরাত্রির প্রসঙ্গে লারা দত্তের পোশাক ও করিনা কাপুরের মদ্যপানের বিষয়দুটি মোটেই ভালোভাবে নেননি নেটিজেনরা!

সম্প্রতি অক্ষয় কুমারের বিপরীতে ‘বেলবটম’ চলচ্চিত্রে দেখা যাবে লারা দত্তকে। বেশ কয়েকবছরের ব্যবধানে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন লারা। এরই মধ্যে এমন কাণ্ডে যে করিনা-লারাকে বিপাকে পড়তে হতে পারে, তা আন্দাজ করছে বলিমহল। প্রসঙ্গত, বলিউড বয়কটের একটি ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ওই পোস্টে কিছু ব্যক্তি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে রীতিমত শাপশাপান্ত করেছেন অভিনেত্রীদের। ফলে এই পার্টি যে পুনরায় শোরগোল তুলেছে বলিপাড়ায়, তা বলাই বাহুল্য।

https://www.instagram.com/p/CGbyVZYjapN/?utm_source=ig_web_copy_link

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥