• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খোলা চুল সাদা গাউনে দ্বিতীয়বার গর্ভবতী অবস্থাতেও উপচে পড়ছে করিনার গ্ল্যামার! মুহুর্তে ভাইরাল ছবি

Published on:

ফের মা হতে চলেছেন সইফ পত্নী করিনা। স্বভাবতই নবাবের পরিবারে এখন খুশির আমেজ। ছোট্ট তৈমুর -ও এবার হতে চলেছে দাদা। সোশ্যাল মিডয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হচ্ছে নবাব পত্নীর অন্তঃসত্ত্বাকালের ছবি।

দ্বিতীয় বার মা হতে চলেছেন করিনা কিন্তু এর জেরে একবিন্দুও ভাটা পড়েনি তার জেল্লায়। উলটে আরও যেন পাল্লা দিয়ে বাড়ছে তার গ্ল্যামার।

সম্প্রতি ফের পাপারাতজির ক্যামেরায় ধরা পড়েছে করিনার ছবি। সাদা ঢিলেঢালা গাউন, খোলা চুল, আর গাঢ় লিপস্টিকে যেন ফেটে পড়ছে অভিনেত্রীর রূপ। ক্যামেরার সামনে স্বভাবোচিত ভঙ্গিমায় হেসে ওঠেন অভিনেত্রী।

কদিন আগেই ৪০ ছুঁলেন করিনা। কিন্তু তার গ্ল্যামার আর ফিটনেস দেখে তা বোঝার উপায় নেই। বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা মাত্র। এবারের জন্মদিন পরিবারের সাথেই পালন করেছেন বেবো। জন্মদিনের পরে পরেই সইফ এবং তৈমুরের সঙ্গে পতৌদিদের রাজপ্রাসাদে এসে ওঠেন অভিনেত্রী। গর্ভাবস্থায় সেখানেই রয়েছেন তিনি।এই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েই বেবি বাম্প নিয়ে ছবি তোলেন তুলেছিলেন করিনা।

প্রসঙ্গত, খুব শীঘ্রই আমিরের সাথে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। এই ছবির শ্যুটিং করতেই দিল্লি গেছিলেন করিনা। সেখানেও করিনাকে বেবিবাম্প সহ ছবি শেয়ার করতে দেখা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥