• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমে পাগল করিনা নষ্ট করেছিলেন ববি দেওয়ালের কেরিয়ার, অভিনেতা নিজেই জানালেন তিক্ত অভিজ্ঞতা

Published on:

বলিউডের বেবো ওরফে করিনা কাপুর এবছর মুম্বই নয় হিমাচলের ধর্মশালায় স্বামী সইফ ও ছেলে তৈমুরের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। ৪০ এর করিনা আজ থেকে ২০ বছর আগে মাত্র ২০ বছর বয়সে ‘রিফিউজি’ ছবি দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে তার সেই ছবিটি তেমন সাফল্য পায়নি৷ ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমাটিই তার কেরিয়ারের মাইলফলক, তার এই ছবিটি বক্স অফিসে তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছিল। এই ছবিতে করিনা কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাহীদ কাপুর৷

কিন্তু এইকথা হয়ত অনেকেরই অজানা এই ছবির নির্মাতাদের প্রথম পছন্দ ছিল শাহীদ নন, ববি দেওয়াল। অভিনেতা নিজেই একটি সাক্ষাৎকারে জানান, করিনা সেই সময় তার প্রাক্তন প্রেমিক শাহীদ কাপুরকে এই ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। এর ফলে সানির হাত থেকে বেরিয়ে যায় এই ছবি।

ববি জানান, ‘শ্রী অষ্টবিনায়ক স্টুডিও আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি তাঁদের বলি পরিচালক ইমতিয়াজ আলির কাছে একটা ছবির স্ক্রিপ্ট তৈরি আছে। করিনা কাপুরের সঙ্গে নায়িকার চরিত্রের জন্য কথা বলা যেতে পারে। প্রযোজকরা তখন বলেন ইমতিয়াজ খুব খরচ করে ছবি বানান। তখন করিনাও ইমতিয়াজের সঙ্গে দেখা করতে চাননি। আমি তখন তাঁদের প্রীতি জিন্টার সঙ্গে দেখা করিয়ে দিই। প্রীতি রাজি হন। কিন্তু বলেন ছ’মাস পর থেকে কাজ শুরু করতে পারবেন। ফলে আমাদের অপেক্ষা করতে হয়’।

তিনি করিনার প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে আরও বলেন, তিনি এরপর শোনেন করিনা ছবিটা করবেন বলে সই করেছেন। আর ইমতিয়াজের উপর জোর খাটিয়ে শাহীদ কাপুরকে নায়কের চরিত্রে নিতে বাধ্য করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥