• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের ‘মা’ ডাক শুনতে চলেছেন করিনা কাপুর! তৈমুরের বায়নায় রাত্রি বেলাতেই ঘুরতে বেরোলেন অভিনেত্রী

Published on:

Kareena Kapoor Khan Taimur

আগামী মাসেই হয়তো নবাব পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তারই মাঝে তৈমুরকে (Taimur) নিয়ে মাঝরাতে বেড়াতে বেরোলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এরই মধ্যে আরামদায়ক পোশাকে হাজির হলেন পতৌদি পরিবারের পুত্রবধূ। স্বাভাবিকভাবেই পাপারাৎজিদের সামনে আটক হলেন অভিনেত্রী। মাঝরাতে তৈমুরের কারনে বিরক্ত হয়েই নাকি বেড়াতে বেড়িয়েছিলেন তিনি, ক্যামেরার সামনে এমনটাই জানালেন করিনা।

Kareena Kapoor Khan Taimur

বাইরে বেরিয়ে হঠাৎ সামনে চলে এল গরু, স্বাভাবিকভাবেই তাকে আদর করতে শুরু করলেন তৈমুর। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তৈমুরের গরুসেবার ভিডিও। মাঝরাতে তৈমুরকে সামলাতে রীতিমত হিমশিম খান করিনা। গাড়ি থেকে নেমেই তৈমুর ছুট লাগান হঠাৎ। এরপরেই সামাজিক মাধ্যমে বিপুল ভাইরাল হয় করিনার ছবিগুলি।

Kareena Kapoor Khan Taimur

পেট থেকে পড়েই রাতারাতি তারকা হয়ে যায় তৈমুর। ইতিমধ্যেই গড়ে উঠেছে তার অসংখ্য ফ্যান ক্লাব। তার ভক্তর অভাব নেই।প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে এই ছোট্ট খুদে। এখন থেকেই সমস্ত লাইম লাইট কেড়ে নিতে শিখে গেছে তৈমুর।

Kareena Kapoor Khan Taimur

মাঝরাতে করিনার বেবিবাম্প দেখে স্বাভাবিকভাবেই উৎসুক হয়ে পড়েন পাপাড়রাৎজিরা। ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েন আলোকচিত্রশিল্পীরা। বাইরে বেরিয়ে স্বাভাবিকভাবেই করোনাবিধি মেনে চলেন তৈমুর। দেখা যায়, তৈমুরকে সামলাতে রীতিমত ছোটাছুটি করতে হয় করিনাকে।

Kareena Kapoor Khan Taimur

ছবির কমেন্টবক্সে ভক্তমহলের ভালোবাসা উপচে পড়েছে বলেই জানাচ্ছেন নেটিজেনরা। আগামী বছরের ফেব্রুয়ারিতেই দ্বিতীয় সন্তানের আবির্ভাব হতে চলেছে, এমনটাই জানিয়েছিলেন খান-দম্পতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥