• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়ার খুশি ফুটে উঠছে চোখে মুখে! বেবি বাম্প নিয়ে করিনার ছবি ভাইরাল নেটপাড়ায়

সইফ আর করিনার দ্বিতীয় সন্তানের আগমনের খবর ইতিমধ্যেই বলিউডের জল্পনার কারণ। সম্প্রতি করিনা কাপুর খানকে মুম্বইয়ে দেখা গেল বেশ খোশ মেজাজেই। মাঝারি আকারের ড্রেসের সাথে ডেনিম জ্যাকেট পড়লেও অন্তঃসত্ত্বা করিনার চামড়ায় লাবণ্য যেন ঝরে পড়ছিল। অনেকেই করিনার মুখে লেগে থাকা হাসির কারণ হিসেবে তুলে ধরছেন তাঁর বেবি-বাম্পকে।

সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ সেরে সপরিবারে দিল্লি থেকে মুম্বইয়ে ফিরেছেন করিনা। মুম্বইয়ে করিনার সাথে দেখা যায় সইফ আলী খান ও চাইল্ড সেলিব্রেটি তৈমুরকে। পাশাপাশি কুনাল খেমু, সোহা আলী খান ও ইনায়া খেমুও উপস্থিত ছিলেন সেখানে।

কিছুদিন আগেই সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে সইফ আলী খান জানান, “প্রায় একমাস পতৌদি প্রাসাদে কাটানোর পর আর কোথাও যেতে ইচ্ছা করছে না। এখানে সবকিছু কত সুন্দর, কিন্তু এখন সময় হয়েছে কাজে ফেরার।” অন্তঃসত্ত্বা করিনার যত্ন যে নিজেই করছেন সইফ, তা আর বলার অপেক্ষা থাকে না। নবাগত অতিথিকে ঘিরে এখনই উত্তেজিত পতৌদি পরিবারের প্রত্যেকে।

খান পরিবারের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ২০২১-এই পরবর্তী সন্তান আসতে চলেছে নবাব পরিবারে। এ বিষয়ে সইফ জানান, “যখন বয়স কম থাকে তখন জীবন ও কেরিয়ার নিয়ে ভাবনার অন্ত থাকে না। কিন্তু একবার জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন নিজের সন্তানদের বেড়ে ওঠা দেখতে বেশ লাগে। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না!”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥