বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor)। কাপুর পরিবারের ছোট মেয়ে কম বয়সেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। বলিউডের বহু জনপ্রিয় অভিনেতা তার সাথে সিনেমায় কাজ করতে মুখিয়ে থাকতেন। বলিউডে করিনা ‘বেবো’ নাম বিশেষ পরিচিত। অসংখ্য সিনেমায় এখনও পর্যন্ত এই অভিনেত্রী অভিনয় করেছেন। তার অভিনয় দর্শককে মুগ্ধ করে। তবে এই অভিনেত্রীর অহংকারে মাটিতে পা পড়েনা।
সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কারণ বারংবার তার সন্তানধারণ। ইতিমধ্যে করিনা কাপুর দুই সন্তানের জননী। তবে আবারও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছিল যে অভিনেত্রী তৃতীয়বার মা হতে চলেছেন। সেই খবর অভিনেত্রীকে সমালোচনার শীর্ষে রেখেছিলো। তবে অভিনেত্রী নিজেই স্পষ্টত জানিয়েছেন যে এই খবর ভুল ছিল। এই মুহূর্তে তার আর মা হওয়ার কোনো চিন্তাভাবনা নেই।
তবে সম্প্রতি এই অভিনেত্রীর একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে যাতে অভিনেত্রীর চূড়ান্ত অহংকারের পরিষ্কার প্রমান দৃশ্যমান। এই ভিডিওটি অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করা নিয়ে তাকে যে সমস্যা বা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তা নিয়ে। জুম্ টিভি ইন্সট্রাগ্রাম অফিসিয়াল ওয়েবসাইটের তরফে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী বলছেন, যখন তিনি অভিনেতা সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত তার পরিবারকে জানিয়েছিলেন তখন কেউ এই বিয়ে মেনে নিতে চাননি।
কারণ সাইফ ততদিনে অমৃতা সিংয়ের সাথে সম্পর্ক ভেঙে এক নতুন প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন। কিন্তু অভিনেত্রী একরোখা ছিলেন তিনি সাইফকেই জীবনসঙ্গী বানাবেন। অভিনেত্রী আরো জানান যে তার পরিবার তাকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি বিয়ে করে নিলে তার সাথে আর কেউ কাজ করতে চাইবেনা। তার অভিনয়ের ক্যারিয়ারে অনেকটা প্রভাব পড়তে পারে। তবে অভিনেত্রী সেই সময় উত্তর দিয়েছিলেন যে, তাকে কেউ কাজ না দিলেও তার কোনো অসুবিধা নেই।
অবশেষে ২০১২ সালে দুই সন্তানের বাবা অভিনেতা সাইফকে বিয়ে করেন আইনগত নিয়মে। অভিনেত্রীর এই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তিনি আবারও দর্শকের সমালোচনার শিকার হন। কারণ তার কথাবার্তা বলার ধরণ দর্শকের মোটেও পছন্দ হয়নি।দর্শকের মোতে তিনি বড্ড অহংকারী। অহংকারে মাটিতে পা ফেলননা তিনি।
প্রসঙ্গত অভিনেত্রীর কথাবার্তায় তার অহংকার ফুটে উঠতে দেখা যায়। তিনি নিজের সন্তান তৈমুরকে নিয়েও কথা বলেছেন ওই ভিডিওয়। তার কথামতো, মানুষ তৈমুরের ছবি দেখলে আনন্দে গদগদ হয়ে ওঠেন কিন্তু তিনি এতে এতো বাড়াবাড়ির কিছুই দেখেন না। তার কথায়, তিনি যখন কোনো বাচ্চাকে দেখেন তখন তার মোটেও খুশি বা আনন্দ হয় না। অর্থাৎ তার কথায় লোকে বেশিই দেখনদারী করে যা তিনি পছন্দ করেননা।