এবার ট্রোলারদের (troll) মুখে ঝামা ঘষে দিলেন নবাব পত্নী করিনা কাপুর (kareena kapoor)। তার বক্তব্য মানুষের কোনোও কাজ নেই তাই এই সব করে। মহামারী আবহে বাড়িতে বসে বসে কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। তাদের ক্রমেই গ্রাস করছে একঘেয়েমি। কাজ না থাকায় কী করবেন ভেবে উঠতে পারছেন না তারা। তাই নানান মন্তব্য করতে শুরু করেছেন। অনলাইন ট্রোলিং প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বলিউডের বেবো করিনা কাপুর৷
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের সমার্থক হয়ে উঠেছে নেপোটিজম। একের পর এক স্টার কিডের বিরুদ্ধে উঠেছে স্বজন পোষনের অভিযোগ। এবার ট্রোলিং-এর পাশাপাশি নেপোটিজম নিয়েও মুখ খুললেন করিনা৷ তিনি সাফ জানান, লাগাতার ২১ বছর ধরে বলিউডে কাজ করছেন তিনি। শুধু স্টারকিড হয়েই বলিউডে এলে এতদিন টিকে থাকা যায়না। মানুষই তারকাদের তৈরি করেন।
তাই নেপোটিজমের জেরে বলিপাড়ায় কেউ টিকে যাবেন একথা নিতান্তই বালখিল্যতা বলে দাবি করিনার। তিনি স্পষ্ট জানান, স্বজনপোষণের জেরে তারকারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বলে যদি কেউ মনে করেন, তাহলে তাঁদের ছবি দেখবেন না। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই বিষয়ে এত সমালোচনার কোনো কারণ নেই বলেই মনে করেন করিনা।