বলিপাড়ায় একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি লেগেই থাকে। বলি তারকাদের এই বিতর্কিত মন্তব্য প্রায়শই উঠে আসে পেজথ্রির পাতায়। তেমনই একবার অভিনেত্রী বিদ্যা বালানের ওজন নিয়ে ব্যঙ্গ করেছিলেন করিনা কাপুর, আর তার জেরেই আজও দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক খুবই খারাপ।
২০১১ সালে বিদ্যা বালানের ছবি ‘ডার্টি পিকচার’ মুক্তি পায়। এই ছবির জন্য অনেকটা ওজন বাড়িয়েছিলেন বিদ্যা। ছবিতে তিনি সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন। পাশাপাশি সেই একই সময় ‘তাশান’ ছবিতে করিনার জিরো ফিগার বহুল প্রশংসিত হয়েছিল। সেই অহংকার থেকেই কি বিদ্যা বালানকে কটুক্তি করেছিলেন করিনা?
করিনা বলেছিলেন, “মোটা হওয়া মানেই সেক্সি হওয়া নয়। যারা এই কথা বলে তারা আহাম্মক। কার্ভ থাকা ভালো কিন্তু চর্বি থাকা নয়। ” তিনি আরও বলেন, “প্রতিটা মেয়েরই স্বপ্ন একটা সুন্দর ফিগার। কোনো মেয়ে রোগা হতে চান না এটা হতে পারেনা। আজকাল কিছু অভিনেত্রীর কাছে মোটা হওয়াটা ট্রেন্ড হতে পারে। তবে আমি কোনোদিনই নিজেকে মোটা দেখতে চাইনা”।
করিনাকে একহাত নিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্যের যোগ্য জবাবও দিয়েছিলেন বিদ্যা বালান। তিনি বলেছিলেন, ” এই ‘ডার্টি পিকচার’ মোটেই ‘ডার্টি’ নয়। ওরা একটা ‘হিরোইন’ বানাতে পারে কিন্তু ‘ডার্টি পিকচার’ বানাতে পারেনা৷ করিনার ছবি ‘হিরোইন’কে কটাক্ষ করে বিদ্যা বলেছিলেন, জেনে রাখা ভালো ২০১২ সালে হিরোইন কোনোও ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে।
এরপর থেকে করিনা বিদ্যার সম্পর্কে ভাটা পড়ে। তবে বলিগলিতে গুঞ্জন আছে এবাদেও বিদ্যার উপর করিনার রাগের কারণ রয়েছে। শোনা যায়, করিনা শাহীদের ব্রেকাপের পর বিদ্যা এবং শাহীদের সম্পর্ক নিয়ে কিছু কথা রটেছিল যা ভালোভাবে নিতে পারেননি নবাব পত্নী। পরবর্তীতে বিদ্যা একটি সাক্ষাৎকারে জানান হরমোনজনিত সমস্যার কারণেই ওজন কমাতে বেশ বেগ পেতে হয় বিদ্যাকে।