• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাতৃদিবসে আগামীর বেঁচে থাকার অক্সিজেন, সন্তানদের ছবি শেয়ার করলেন মা কারিনা কাপুর

Published on:

কারিনা কাপুর kareena kapoor

বলিউডের টপ নায়িকাদের মধ্যে অন্যতম হলেন কারিনা কাপুর (Kareena Kapoor)। এ বছরের শুরু থেকেই অভিনেত্রী সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন। যার নেপথ্যে রয়েছে অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়া। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন সাইফ-কারিনা। তাদের প্রথম সন্তান তাইমুর কে নিয়ে বেশ কাটছিল কিন্তু লকডাউন চলাকালীন গর্ভবতী হন অভিনেত্রী। এরপর চলতি বছরের অভিজ্ঞতা ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা কাপুর। দ্বিতীয় বারেও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

আর কারিনার প্রথম সন্তানের মত দ্বিতীয় সন্তানকে নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। খুদে নবাবকে দেখতে  ব্যাকুল হয়ে রয়েছে দর্শকেরা। তবে, এপর্যন্ত ছোট ছেলেকে ক্যামেরার সামনে  হাজির করেননি অভিনেত্রী। পাপ্পারাৎজিদের ক্যামেরায় কিছুটা ধরা দিলেও সম্পূর্ণরূপে দ্বিতীয় সাইফিনা পুত্রকে দেখার  সৌভাগ্য মেলেনি।

kareena Kapoor কারিনা কাপুর

কারিনা কাপুর সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। কয়েক মিলিয়ন অনুগামী রয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে। তাদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই  নানান ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আজ মাতৃ দিবস, আজকের দিনে মায়েদের সন্মান জানানো হয়। অভিনেত্রী নিজেও মা হয়েছেন কিছুদিন আগেই। তাই এবার নিজের দুই ছেলের ছবি শেয়ার করলেন মাতৃ দিবসে।

Karina Kapoor,Saif Ali Khan,Taimur,Mothers Day,কারিনা কাপুর,সাইফ আলী খান,kareena kapoor shares photo of two childrens on mothers day

যদিও ছবিতে কারিনা কাপুরকে দেখা যাচ্ছে না তবে প্রথম পুত্র তৈমুর আর তারই কোলে দেখা গেল দ্বিতীয় পুত্রকে। সাদা কালো ছবিটি সামনে আসা মাত্রই ব্যাপক ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই ভেবেছিলেন শেষমেশ কারিনার দ্বিতীয় সন্তানকে বুঝি দেখা গেল এই ছবিতে। একথা কিছুটা সত্যি হলেও সম্পূর্ণভাবে কিন্তু দ্বিতীয় কারিনা পুত্রকে দেখা যায়নি। ছবিতে খুদের হাতেই ঢাকা পরে গিয়েছে তার মুখ।

Karina Kapoor,Saif Ali Khan,Taimur,Mothers Day,কারিনা কাপুর,সাইফ আলী খান,kareena kapoor shares photo of two childrens on mothers day

তবে যাই হোক ছবি কারিনা পুত্রের ছবি বলে কথা! নিমেষের মধ্যেই লক্ষাধিক লাইক হয়ে গিয়েছে ছবিতে। তাছাড়া ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, ‘আজ আশা নিয়েই বেঁচে আছে গোটা দুনিয়া। আর এই দুই জনই আমায় আশার যোগান দেয় একটা ভালো আগামীর জন্য। হ্যাপি মাদার্স ডে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥