‘ফিদা’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন শাহিদ-করিনা। সেই শুরু, তারপর থেকেই ক্রমশ একে-অপরের কাছাকাছি আসতে শুরু করেন দু’জনে। মাঝে এমন এক সময় আসে, যখন শাহিদকে ছাড়া একমুহূর্তও থাকতে পারতেন না করিনা। এই কারণেই হয়তো নতুন কোনো ছবির অফার পেলেই প্রযোজকের কাছে করিনা এবং শাহিদ অনুনয় করতেন যাতে তাঁদের একে-অপরের বিপরীতে নেওয়া হয়!
সম্পর্কে থাকাকালীন যে ক’টি সিনেমায় একসাথে কাজ করেছেন শাহিদ-করিনা, সবকটিই ফ্লপ তালিকায় নথিভুক্ত হয়েছে। যদিও তাঁদের বিচ্ছেদের সময়েই তাঁদের শেষ যে সিনেমায় একসাথে কাজ করতে দেখা যায়, সেই সিনেমাটিই বক্সঅফিসে তুমুল সারা জাগায়।
‘জব উই মেট’ সিনেমায় দু’জনের আসল রসায়ন চোখে পড়ে সকলের। ‘জব উই মেট’-এর আগে থেকেই সংবাদমাধ্যমে শাহিদ-করিনার প্রেমকাহিনী চর্চার কেন্দ্রে ছিল। কিন্তু হঠাৎই এমন মাখো মাখো প্রেমেও ভাটা পড়ে। দীর্ঘদিন হয়ে গেল তাদের বিচ্ছেদের।
এখন করিনা সইফ ঘরণী। সইফের দ্বিতীয় সন্তানের মা-ও তিনি। অন্যদিকে শাহিদ কাপুরও মীরা রাজপুতের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তবে শাহিদ কাপুর বা সইফ আলি খান নয় করিনার মন প্রাণ জুড়ে ছিল অন্য এক পুরুষ। শাহিদের আগেও ভিকি নিহালনির সঙ্গে সম্পর্কে ছিলেন করিনা।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা এই কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভিকি এবং আমি যেন ঠিক সোলমেট। ও সবসময় আমার পাশে থাকে। ভিকিই আমার প্রথম ভালবাসা। আমি ১৩ বছর বয়সে ওর প্রেমে পড়ি’। যদিও সেই ভালবাসায় বিচ্ছেদ হয় কিছুদিন পরেই।’