• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সইফের সঙ্গে বিয়ে বা শহীদের সঙ্গে সেক্স নয়! করিনা থাকতে চেয়েছিলেন তার প্রেমিক ভিকির সাথে

‘ফিদা’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন শাহিদ-করিনা। সেই শুরু, তারপর থেকেই ক্রমশ একে-অপরের কাছাকাছি আসতে শুরু করেন দু’জনে। মাঝে এমন এক সময় আসে, যখন শাহিদকে ছাড়া একমুহূর্তও থাকতে পারতেন না করিনা। এই কারণেই হয়তো নতুন কোনো ছবির অফার পেলেই প্রযোজকের কাছে করিনা এবং শাহিদ অনুনয় করতেন যাতে তাঁদের একে-অপরের বিপরীতে নেওয়া হয়!

সম্পর্কে থাকাকালীন যে ক’টি সিনেমায় একসাথে কাজ করেছেন শাহিদ-করিনা, সবকটিই ফ্লপ তালিকায় নথিভুক্ত হয়েছে। যদিও তাঁদের বিচ্ছেদের সময়েই তাঁদের শেষ যে সিনেমায় একসাথে কাজ করতে দেখা যায়, সেই সিনেমাটিই বক্সঅফিসে তুমুল সারা জাগায়।

   

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর

‘জব উই মেট’ সিনেমায় দু’জনের আসল রসায়ন চোখে পড়ে সকলের। ‘জব উই মেট’-এর আগে থেকেই সংবাদমাধ্যমে শাহিদ-করিনার প্রেমকাহিনী চর্চার কেন্দ্রে ছিল। কিন্তু হঠাৎই এমন মাখো মাখো প্রেমেও ভাটা পড়ে। দীর্ঘদিন হয়ে গেল তাদের বিচ্ছেদের।

এখন করিনা সইফ ঘরণী। সইফের দ্বিতীয় সন্তানের মা-ও তিনি। অন্যদিকে শাহিদ কাপুরও মীরা রাজপুতের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তবে শাহিদ কাপুর বা সইফ আলি খান নয় করিনার মন প্রাণ জুড়ে ছিল অন্য এক পুরুষ। শাহিদের আগেও ভিকি নিহালনির সঙ্গে সম্পর্কে ছিলেন করিনা।

বলিউড চুমু দৃশ্য Bollywood Kissing Scene

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা এই কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভিকি এবং আমি যেন ঠিক সোলমেট। ও সবসময় আমার পাশে থাকে। ভিকিই আমার প্রথম ভালবাসা। আমি ১৩ বছর বয়সে ওর প্রেমে পড়ি’। যদিও সেই ভালবাসায় বিচ্ছেদ হয় কিছুদিন পরেই।’