বলিউড (Bollywood) অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Khan)। সোশ্যাল মিডিয়ায় তিনি কোন ছবি কিংবা ভিডিও শেয়ার করতেই তা দেখে ফেলেন হাজার হাজার মানুষ। যার ফলে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত করিনার বড় ছেলে তৈমুর খুব ছোট থেকেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন।
এখন তাকেই ছাপিয়ে যাচ্ছে তার ভাই জেহ (Jeh)। এমনিতেই বলিউড ডিভা করিনা বরাবরই দারুণ ফিটনেস ফ্রীক। সবসময় নিজেকে শরীর চর্চার মধ্যেই রাখতে ভালোবাসেন অভিনেত্রী। নিয়মিত যোগা,জিম কিংবা পিলাটিজের মধ্যে বাধা ধরা নিয়মে নিজেকে বেঁধে ফেলেছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও সেই ঝলক দেখা যায়।
গর্ভাবস্থায়ও নিয়মিত শরীর চর্চা করতে দেখা গিয়েছে বেবোকে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের যোগাসনের একটি ভিডিও শেয়ার করেছিলেন করিনা। সেখানে অভিনেত্রীকে অনুকরণ করছিলেন তাঁর ছোট ছেলে জেহ। করিনার যোগা প্রশিক্ষক অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে করিনা এবং জেহ-র সেই মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন।
যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে সবুজ রঙের যোগাসনের ম্যাটের ওপর গোলাপী স্পোর্টস ব্রা এবং ম্যাচিং ইয়োগা প্যান্ট পড়ে মনোযোগ দিয়ে ইয়োগা প্র্যাকটিস করছেন করিনা। মাকে ইয়োগা করতে দেখে পাশে বসে থাকা জেহও তাকে অনুকরণ করতে শুরু করেন।
মাকে দেখে তাকে অনুকরণ করতে করতে হামাগুড়ি দিয়ে করিনার পেটের নিচে চলে আসে একরত্তি। আর করিনা ইয়োগা করতে করতেই ছেলের কপালে চুমু এঁকে দেন। ভিডিওটি শেয়ার করে করিনার প্রশিক্ষক ক্যাপশনে লিখেছিলেন ‘ক্যাপশনের কোন প্রয়োজন নেই। করিনা কাপুর খানের সঙ্গে আমার সবটা শুরু করার এটি সেরা উপায়’।
View this post on Instagram
মিষ্টি এই ভিডিও দেখামাত্রই কমেন্ট সেকশনে উপচে পড়েছে ভালবাসার বার্তা। অনুরাগীরা তো বটেই ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন অনেক সেলিব্রেটিরাও। সাইফ আলি খানের বোন সাবা আলী খান কমেন্ট সেকশনে এসে লিখেছেন ‘জেহ জান’। জারিন খান ভালোবাসার ইমাজি দিয়েছেন লিখেছেন ‘ওওওও’।