• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি কি আবার মা হচ্ছেন? তৃতীয় প্রেগন্যান্সির ভাইরাল ছবি নিয়ে এবার মুখ খুললেন সইফ ঘরণী করিনা

খুব একটা বেশিদিন হয়নি। মাত্র কয়েক সপ্তাহ আগেই সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম- সব কিছু খুললেই সইফ আলি খানের ঘরণী করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) প্রেগন্যান্সির সংবাদ (Pregnancy news) চোখে পড়ছিল। তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন নায়িকা, শোনা গিয়েছিল এমন বহু খবর। সৌজন্যে করিনার একটি ভাইরাল ছবি (Viral photo)।

ঘটনাটা ঘটেছিল যখন সইফ এবং করিনা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন তখন। সেই সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছিল, এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এই তারকা দম্পতি। বেবোর হাতে রয়েছে একটি পানীয়ের গ্লাস এবং স্পষ্ট তাঁর ‘বেবি বাম্প’।

   

Kareena Kapoor Khan baby bump

এই ছবি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গেই আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে নায়িকার তৃতীয় প্রেগন্যান্সির খবর। অনেকে তো এই কারণে ‘সইফিনা’কে কটাক্ষ করাও শুরু করে দেন। সইফের পঞ্চমবার বাবা হতে চলা নিয়ে বেশ কয়েকটি মিমও বেশ ভাইরাল হতে থাকে। এবার এসব নিয়ে মুখ খুললেন সইফ ঘরণী করিনা নিজেই।

বেবো এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচার চালাচ্ছেন। সেই প্রচারের একটি অনুষ্ঠানে গিয়েই এই বিষয়ে মুখ খোলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার কিছু যেত আসত না। কিন্তু আমি একটু মজা নিতে চেয়েছিলাম। কারণ সেই ছবিটি নকল ছিল। আমার মনে হয়েছিল, হে ভগবান, আমায় দেখে ৬ মাসের গর্ভবতী মনে হচ্ছে। কিন্তু তারপর ভাবলাম, এটাকে ব্যবহার করে একটু মজা নেওয়া যাক’।

Kareena Kapoor Khan speaking

করিনার সংযোজন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম। আর প্রত্যেকে জানে আমি কোন ধরণের মানুষ। আমি খুব স্পষ্টবাদী। আমি আমার দু’টি প্রেগন্যান্সির সময়ই নিজে প্রথম জানিয়েছিলাম। এবার হলেও নিজে থেকেই জানাতাম। তবে সেই ছবিটি দেখে আমার বেশ মজা লেগেছে’।

রণধীর কন্যার ব্যক্তিগত দিক থেকে বলা হলে, ২০১২ সালে তিনি অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সাত পাক ঘোরেন। তাঁদের দু’টি পুত্র সন্তান রয়েছে। নায়িকার বড় ছেলের নাম তৈমুর এবং ছোট ছেলের নাম জাহাঙ্গীর।