• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লাল সিং চাড্ডা’ দেখে আমির কাঁদছেন, করিনা ঘুমোচ্ছেন! নায়িকার কাণ্ডে হাসির রোল নেটপাড়ায়

Published on:

Amir Khan Kareena lal singh chadda

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। এই মুহূর্তে জোর কদমে সেই ছবির প্রচার কার্য চালাচ্ছেন আমির খান (Aamir Khan)। সম্প্রতি একটি নামী রিয়্যালিটি শোয়ে গিয়ে ছবির প্রচার সেরে এসেছেন তিনি। তবে এসবের মাঝেই নেটাগরিকদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে, ছবিটি নাকি চরম বোরিং। সেই কারণে ছবির নায়িকা খোদ করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ছবিটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন।

আমির খান, করিনা কাপুর খান অভিনীত এই ছবিটি হলিউডের ক্ল্যাসিক ছবি ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। সেই ছবিতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। এবার হলিউড সুপারস্টারের চরিত্রেই দেখা যাবে আমিরকে।

Laal Singh Chaddha

সম্প্রতি ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এই ছবি দেখেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সেই ছবির প্রশংসাও করেছেন তাঁরা। তবে নেটদুনিয়ায় সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা মনে করছেন, আমির হয়তো ‘লাল সিং চাড্ডা’র আরও একটি স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতার পরিচিতেরা।

নেটদুনিয়ায় সেই স্ক্রিনিংয়ের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আমিরের এক পাশে বসে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং অপরদিকে বসে থাকা মহিলাকে দেখে মনে হচ্ছে, ‘লাল সিং চাড্ডা’র নায়িকা করিনা। ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, সিনেমা দেখে কাঁদছেন আমির। আর করিনা গালে হাত রেখে ঘুমোচ্ছেন। আর ব্যাস, মুহূর্তের মধ্যে তা নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে আসে।

Kareena Kapoor Khan sleeping while watching Laal Singh Chaddha

একজন যেমন লিখেছেন, ‘আমির খান ‘লাল সিং চাড্ডা’ দেখে এমনভাবে কাঁদছেন, যা দেখে মনে হচ্ছে উনি ‘ফরেস্ট গাম্প’ দেখেননি। আর করিনা কাপুর ছবিতে নিজের স্ক্রিন টাইম দেখে কাঁদছেন’। আর একজন আবার লিখেছেন, ‘লাল সিং চাড্ডা এতটাই বোরিং যে করিনা কাপুর খান ঘুমিয়ে পড়েছেন’। অনেকে তো আবার, করিনার পাস্তা এবং ওয়াইন খাওয়া নিয়েও খোঁচা দিয়েছেন। অভিনেত্রী যে দুই খাবার দিয়ে প্রেগন্যান্সির গুজব উড়িয়ে দিয়েছিলেন। সেই দুই খাবার দিয়েই অভিনেত্রীকে ট্রোল করেছেন নেটিজেনদের একাংশ।

নেটিজেনদের একাংশ ‘লাল সিং চাড্ডা’ নিয়ে যতই মজা করুক না কেন, আমির-করিনার অনুরাগীরা নিশ্চিত, এই ছবি একেবারে সুপারহিট হতে চলেছে। এবার দেখার, আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কেমন ব্যবসা করে ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥