• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ ছবি ফ্লপ, ১০০ কোটির ক্ষতি! শেষ পর্যন্ত ছেলে তৈমুরকে দিয়ে চাষবাস করাচ্ছেন করিনা! রইল ছবি

সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর আলি খানের (Taimur Ali Khan) বয়স সবে ৫। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার স্টার তিনি। তৈমুরের ছবি কিংবা ভিডিও মানেই তা একেবারে সুপারহিট। প্রকাশ্যে আসার কয়েক মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সম্প্রতি যেমন পটৌডি ফার্ম হাউসে (Pataudi Farm House) ছোট্ট টিমের কাণ্ডের ছবি ভাইরাল হয়েছে।

বলি সুন্দরী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তৈমুরের কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মাঠে নেমে পড়েছে তাঁর ছেলে। মুলোর বাগানে দাঁড়িয়ে রয়েছে তৈমুর। এর মধ্যে কোনও ছবিতে দেখা যাচ্ছে গাছ থেকে বেছে মূলো ছিঁড়ছে সে, আবার কোথাও দেখা যাচ্ছে ছিঁড়ে নেওয়া মুলো (Radish) ধরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট তৈমুর।.

   

kareena kapoor angry

সইফ ঘরণী তৈমুরের এই ছবিগুলি শেয়ার করে লিখেছেন, ‘মধ্যহ্নভোজের জন্য গরম গরম মুলোর পরোটা/ #টিম টিম, #হোমগ্রোন’। মুহূর্তের মধ্যে করিনার শেয়ার করা সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে কমেন্ট করেছেন সইফের বোন তথা করিনার ননদ সাবাও। তিনি লিখেছেন, ‘খুব গর্বিত’।

Taimur Ali Khan reaps radish

২০১২ সালে মনসুর আলি খান পটৌডি এবং শর্মিলা ঠাকুরের পুত্র তথা অভিনেতা সইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণধীর কাপুর এবং ববিতার কন্যা করিনা। ২০১৬ সালের ডিসেম্বর মাসে জন্ম হয় তাঁদের বড় ছেলে তৈমুরের। চলতি বছর ৬ বছরে পা দেবে ছোট্ট টিম।

Taimur Ali Khan reaps radish

সইফ এবং করিনার দুই ছেলে রয়েছে। তৈমুর এবং জেহ। তবে স্বামীর প্রথম পক্ষের সন্তানদের সঙ্গেই বেবোর সম্পর্ক বেশ ভালো। বিশেষত সইফ এবং অমৃতার পুত্র ইব্রাহিমের সঙ্গে। সইফের জন্মদিনে তাঁর, ইব্রাহিম, তৈমুর এবং জেহর একটি ছবি শেয়ার করে বোন সাবা লিখেছিলেন, ‘বেবোর ছেলেরা’। এখান থেকেই ইব্রাহিমের সঙ্গে করিনার বন্ডিংয়ের বিষয়ে আঁচ করে নেওয়া যায়।

করিনার কাজের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়। বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে সেই সিনেমা। শীঘ্রই ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন বেবো।