বলিউডের (Bollywood) চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। কখনও নিজের কাজের সৌজন্যে, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। সম্প্রতি যেমন করিনার একটি সাক্ষাৎকার (Interview) নিয়ে তুমুল চর্চা হচ্ছে নেটপাড়ায়। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আর তা নিয়েই আলোচনা চলছে নেটিজেনদের।
বি টাউনের সম্ভ্রান্ত কাপুর পরিবারে জন্ম করিনার। ২০১২ সালে ভালোবেসে নবাব তথা অভিনেতা সইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বয়সে বড়, ডিভোর্সি, দুই সন্তানের বাবা সইফকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল করিনাকে। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে স্বামী এবং দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।
বিয়ের পরেও করিনা কাজ কিন্তু বন্ধ করেননি। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের ‘বেগমজান’কে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। তবে কাজের মাঝে নিজের সংসারের খেয়াল রাখতেও ভোলেন না করিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে।
করিনা বলেন, ‘বাচ্চারা কখন কী খাবে, কী করবে, কখন খেলতে যাবে সবকিছুর দায়িত্ব আমিই সামলাই। আমার ঘরের এসব কাজগুলো করতে খুব ভালোলাগে। আমি একজন তারকার পাশাপাশি একজন মা। সেই সঙ্গেই একজন গৃহিণীও। আর ঠিক সেই কারণেই আমার এই কাজগুলো করতে খুব ভালোলাগে। আমি নিজের ঘর নিজের মতো করতে চালনা করতে ভালোবাসি’।
করিনা এমন একজন অভিনেত্রী যিনি নিজের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ খুব সুন্দরভাবে ব্যালান্স করে চলেন। তাঁর কাছে কাজ এবং ব্যক্তিগত জীবন দুইয়ের গুরুত্বই সমান। আর সেই কারণেই করিনার অনুরাগীরা তাঁকে ‘সুপার উম্যান’ বলেও ডাকেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শীঘ্রই শুরু হতে চলেছেন করিনা চ্যাট শো। সেই শোয়ের প্রথম পর্বেই উপস্থিত থাকবেন করিনার তুতো ভাই তথা অভিনেতা রণবীর কাপুর। এই চ্যাট শো ছাড়াও অভিনেত্রীর হাতে সুজয় ঘোষের ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’এর রিমেক এবং হনসল মেহতার একটি ছবি রয়েছে। সুজয়ের প্রোজেক্টের মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন সইফ ঘরণী।