• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধুঁকছে বলিউড, তাই কাজ পেতে মরিয়া!অতীতে না করলেও এবার দক্ষিণী তারকার সাথেই জুটি বাধঁছেন করিনা

Published on:

Kareena Kapoor Khan South Indian Movie Debut with superstar Prabhas

বলিউডের নামী নায়িকা করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) দর্শকদের অন্যতম পছন্দের অভিনেত্রীও। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখা এই অভিনেত্রী নিজের কাজের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে  নিয়েছেন। ছলবলে স্বভাবের করিনার ‘পুহ’ থেকে শুরু করে ‘গীত’- সব চরিত্রই অনুরাগীদের বিশেষ পছন্দের। এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা নিয়ে যেমন কোনও সন্দেহ নেই, তেমনই তিনি যে অত্যন্ত অহংকারী এই বিষয়ে অনুরাগীদের একাংশ একেবারে নিশ্চিত। শোনা যায়, বলিউডের ‘বেবো’ যেমন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকেও (South Indian film industry) বেশ ‘ছোট’ চোখেই দেখতেন।

করিনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, বলিউডে এত সাফল্য অর্জন করার পর তিনি কি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইবেন? জবাবে স্পষ্টবক্তা হিসেবে পরিচিত অভিনেত্রী বলেছিলেন, সাউথের যে সিনেমাই হোক না কেন সেখানে কাজ করায় তাঁর ‘জিরো ইন্টারেস্ট’ রয়েছে।

Kareena Kapoor Khan speaking

শুধুমাত্র সাউথ ইন্ডাস্ট্রিই নয়, অভিনেত্রী একই কথা হলিউড প্রসঙ্গেও বলেছিলেন। সুযোগ পেলেও বলিউড ছেড়ে এই ইন্ডাস্ট্রিগুলিতে যাবেন না বলে জানিয়েছিলেন সইফ আলি খানের ঘরণী। তবে এবার সেই অভিনেত্রীই গুঁটি গুঁটি পায়ে দক্ষিণের পথে হাঁটা লাগিয়েছেন। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই সংবাদ।

করিনা তাঁর এই সিদ্ধান্তের পিছনের কারণ হিসেবে বলেছিলেন, মারাঠি এবং দক্ষিণের অন্যান্য ভাষার ছবিগুলি ভালো হয়। তবে তিনি যেহেতু এই ভাষাগুলি জানেন না, তাই নিজেকে চিরকাল সেই ইন্ডাস্ট্রিগুলি থেকে দূরেই সরিয়ে রেখেছেন। অবশ্য, ২০১৪ সালে একবার তামিল সুপারস্টার সুরিয়া অভিনীত একটি ছবিতে তাঁকে নাচের দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। যা শুনে করিনা বলেছিলেন, সুরিয়া নামে কাউকে তিনি চেনেন না। এই বিষয়টিকে কিন্তু অনেকেই অভিনেত্রীর অহংকার বলেছিলেন।

Kareena Kapoor will work with prabhas

তবে সেসব এখন অতীত। বলিউডের মার্কেটেও দক্ষিণী ছবি এখন রমরমিয়ে ব্যবসা করছে। সাম্প্রতিক অতীতে একাধিক দক্ষিণী ছবিতে বলিউডের শিল্পীদের অভিনয় করতে দেখা গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন, অজয় দেবগণদের মতো বলি তারকাদের। এছাড়াও অনন্যা পাণ্ডে, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চনরাও সাউথের ছবিতে কাজ শুরু করেছেন। তবে এবার বাকিদের মতোওই করিনাও দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন।

Kareena Kapoor Khan,Kareena Kapoor Khan in south Indian film,Bollywood,entertainment,Kareena Kapoor Khan south Indian film,করিনা কাপুর খান,করিনা কাপুর খানের সাউথে ডেবিউ,বলিউড,সাউথ ইন্ডিয়ান সিনেমা,বিনোদন

কানাঘুষো শোনা গিয়েছে, করিনা একটু তেলেগু ছবিতে অভিনয় করবেন। ছবিতে থাকবেন সাউথের সুপারস্টার প্রভাসও। ছবির নাম ‘স্পিরিট’। বেবোকে অবশ্য নায়িকা নয়, খলনায়িকার চরিত্রে দেখা যাবে। এই সংবাদে করিনার অনুরাগীরা যেমন খুশি হয়েছেন, তেমনই আবার চিরকাল দক্ষিণী ইন্ডাস্ট্রিকে ‘ছোট’ করা করিনা হঠাৎ কেন সাউথের পথে পা বাড়ালেন- সেই প্রশ্নও ঘুরছে অনেকের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥