• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করিনা কাপুর খান অক্ষয় তৃতীয়ার বিজ্ঞাপনে! হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায় বয়কটের ডাক নেটপাড়ায়

এর আগেও বহুবার নিজের ধর্মীয় পরিচিতি এবং সইফ আলী খানের স্ত্রী হওয়ার কারনে নেটবাসীর রোষানলের মুখে পড়েছিলেন নবাব পত্নী করিনা কাপুর খান (Kareena kapoor khan) , দিন কয়েক আগের কথা পরিচালক অলৌকিক দেশাই-এর হাত ধরে রামায়ণের (Ramayana) কাহিনি নিয়ে যে সিনেমা তৈরি হওয়ার কথা ছিল ,সেখানে সীতার ভূমিকায় অভিনয় করবার কথা ছিল করিনার।

কিন্তুএই চরিত্রে অভিনয়ের জন্য বিরাট অঙ্কের টাকা পারিশ্রমিক হাঁকিয়েছিলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, সীতার ভূমিকায় অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন করিনা৷ এই টাকা দিতে পরিচালক রাজী হলে এটিই করিনার সর্বাধিক পারিশ্রমিক হতো বলে মনে করা হচ্ছে। কেননা, এর আগে বেবো ছবি পিছু ৬-৮ কোটি টাকা নিতেন।

   

malabar gold,kareena kapoor,boycott,no bindi no business,hinduh,saif li khan,bollywood,মালাবার গোল্ড,কারিনা কাপুর,বয়কট,নো ভিন্ডি নো বিজনেস,হিন্দু,সাইফ আলী খান,বলিউড

এই খবর প্রকাশ্যে আসতেই করিনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন নেটিজেনদের একাংশ। তাদের মত ছিল ,মুসলিম হয়ে সীতার গুরুত্ব বুঝতেই পারছেন না নবাব পত্নী। এরপর কাস্টিং থেকে ব্যাড পড়েন অভিনেত্রী ,এবার ফের শিরোনামে করিনা। তবে এবার কারণটা আলাদা।

 

আসলে এক খ‍্যাতনামা অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা নিজেদের অক্ষয় তৃতীয়া উপলক্ষে তৈরী করা বিজ্ঞাপনে প্রধান মুখ হিসেবে ব্যবহার করেছেন করিনাকে , যা দেখে রীতিমতো খেপে ওঠেন নেটিজেনরা। নেটপাড়ায় করিনাকে বয়কটের ডাক উঠেছে। বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলা যাক , আসলে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সাম্প্রতিক অক্ষয় তৃতীয়ার বিজ্ঞাপনে দেখা গিয়েছে করিনাকে।

তার পরনে ভারী লেহেঙ্গা ,আর গয়না অথচ কপালে একটাও টিপ্ নেই ,আর এতেই আপত্তি নেটিজেনদের। তাদের বক্তব্য ,হিন্দুদের একটি অনুষ্ঠানে করিনা বিজ্ঞাপন করছেন ,অথচ বিবাহিতা  হিন্দু নারীর ভূষণ কপালে টিপ্ পরা ,সেটিই করিনার সাজে কোথাও নেই। এছাড়াও মুসলিম হয়ে কেন যে তিনি অক্ষয় তৃতীয়ার বিজ্ঞাপনে কাজ করছেন তা নিয়েও উঠেছে যথেষ্ট প্রশ্ন। হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের অপমান করেছেন অভিনেত্রী এটিই নেটিজেনদের মূল অভিযোগ।

site