বরাবরই নানা ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশা জীবনেও দারুন সফল অভিনেত্রী। ব্যস্ত জীবনের মধ্যেই নীচের স্টাইল স্টেটমেন্ট নিয়ে দারুন যত্নশীল করিনা। তবে বরাবরই নিতান্ত সাধারণ ক্যাজুয়াল পোশাকই নজর কাড়েন বেবো।
উল্লেখ্য বেবোর পোশাক দেখতে সাধারণ হলেও দামে মোটেও সাধারণের সাধ্যের মধ্যে নয়। সম্প্রতি বাবা রণধীর কাপুরকে (Randhir Kapoor) দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। এদিন তার সাথেই ছিলেন স্বামী সাইফ আলি খান এবং দুই ছেলে জেহ (Jeh) এবং তৈমুর (Taimur)। জানা গেছে এদিন বাপের বাড়িতে সপরিবারে লাঞ্চ সারতে গিয়েছিলেন বেবো।
বাড়ির বাইরে থাকা পাপারাৎসির ক্যামেরায় বন্দী হয়েছে বেবোর সেই ছবি। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায় এদিন বেবোর পরনে ছিল সাদা রঙের ওভার সাইজড টি শার্ট আর নীল রঙের ভেলভেটের ট্রাক প্যান্ট, সাথে ছিল মানানসই কালো রঙের ব্যাগ আর পায়ে সাদা স্নিকার্স।
এদিন করিনা যে টি-শার্ট পরেছিলেন তার গায়ে লেখা ছিল গুচি। অর্থাৎ এটি খ্যাতনামা ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুচির শার্ট। যার দাম শুনলে আঁতকে উঠবেন যে কেউ। জানা গেছে করিনার পরনে থাকা এই টি শার্ট টির মূল্য ৪৩ হাজার ৮৮৮ টাকা।গুচির ওয়েবসাইটে গেলে আপনিও অনায়াসে পেতে পারবেন বহুমূল্যের এই টি-শার্টটি।
যদিও বহুমূল্যের এই টি শার্ট আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে বিলাসিতা মনে হলেও বেবোর কাছে একেবারে সাধারণ ঘটনা। ইতিপূর্বে একাধিকবার এই জনপ্রিয় ব্রান্ডের টি শার্ট পরে শিরোনামে এসেছেন অভিনেত্রী। সেইসাথে এদিন ‘Christian Dior’এর দামী ব্যাগ ছিল হাতে করিনার হাতে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ লক্ষ ৯৩ হাজার ৪০৫ টাকা।