• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের সাথে দেখা করার জন্য ঘরের তালা ভেঙেছিলেন কারিনা কাপুর

বলিউড (Bollywood) অভিনেত্রী কারিনা কাপুর (Kareena Kapoor)। বর্তমানে দ্বিতীয় প্রেগনেন্সির কারণে বি টাউন তথা সংবাদ মাধ্যমের  চর্চায় রয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীকে নিয়ে অনেক গসিপ রয়েছে। বলিউডের বেবোর খুঁশিটির কথাও জানেন অনেকেই। এবার জানুন শৈশবের কারিনা কেমন ছিলেন! সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন তার ছোটবেলার কিছু কথা।

কারিনা কাপুর তার শৈশবে খুব দুষ্টু ছিলেন। এতটাই দুষ্টু ছিলেন যে তার মা তাকে বোর্ডিং স্কুলে পাঠাতে বাধ্য হয়েছিলেন। আসলে কারিনা কাপুরের বয়স যখন ১৪ কি ১৫ বছর তখন অভিনেত্রীর একটি ছেলেকে খুব পছন্দ হয়। আর সেই ছেলেটির সাথে দেখা করার জন্য রীতিমত বায়না শুরু করেন কারিনা। এই ঘটনায় বেজায় রেগে গিয়েছিলেন মা ববিতা শিবদাসিনী (Babita Shibdasani)। কারিনাকে বাড়ি থেকে বেরিয়ে ছেলেটির সাথে দেখা করতে মানা  করে দিয়েছিলেন তিনি।

   

এরপর একটিন ববিতা কারিনাকে বাড়িতে রেখে বাইরে যান। তখন যে ঘরে টেলিফোন ছিল সেই ঘরের তালা ভাঙেন অভিনেত্রী। তালা ভেঙে সেই ছেলেটিকে ফোন করে দেখা করার জন্য বলেন। আর তারপর ছেলেটির সাথে দেখা করতে চলে যান কারিনা। এই সমস্ত ঘটনা জানতে পেরে অত্যন্ত রেগে যান ববিতা আর কারিনাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন।

কারিনা সাক্ষাৎকারে বলেন, ‘আমার বয়স তখন ১৪ কি  ১৫ মতো ছিল। আমার ছেলেটিকে সত্যি ভীষণ পছন্দ ছিল। কিন্তু মা এই ব্যাপারটাকে একদম ভালোভাবে নেননি। সিঙ্গেল মাদার ছিলেন মা, তাই এসমস্ত একদম করা চলবে না স্পষ্ট বলে দিয়েছিলেন তিনি।’

প্রসঙ্গত, বর্তমানে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। কারিনার একটি সন্তান আছে নাম তৈমুর। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। নতুন সদস্যের আগমনের জন্য বেশ সচেতন রয়েছেন অভিনেত্রী। আগামী বছরেরই পাতৌদি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।