• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুরি করেও বড় গলা! সাউথের ঝেড়ে চলছে বলিউড, ব্যর্থতার দায় OTT এর ঘাড়ে চাপালেন বেগম কারিনা

সাম্প্রতিক অতীতে বলিউডের একাধিক বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমার, রণবীর সিং, রণবীর কাপুরের মতো সুপারস্টারদের। এবার এই পরিস্থিতিতেই মুক্তি পেতে চলেছে আমির খান, করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অভিনীত ‘লাল সিং চাড্ডা’। ছবি মুক্তির প্রাক্কালে বলিউডের (Bollywood) ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

রণধীর কাপুরের কন্যার মতে, সাম্প্রতিক অতীতে বহু হিন্দি সিনেমা ফ্লপ করলেও, ‘লাল সিং চাড্ডা’ হিট হবে। কারণ ছবিটি বেশ ইমোশনাল ধরণের এবং দর্শকদের ঠিক সেটি ভালোলাগবে। তবে বিশ্বাস থাকলেও, তিনি কিন্তু এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি।

   

Kareena Kapoor Khan speaking

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় করিনা বলেন, ‘এখন প্রত্যেক তারকা বেশ সতর্ক হয়ে আছে। কেউ জানে না কী হচ্ছে এবং আমাদের কোন পথে যাওয়া উচিত। তাই আমাদের কনটেন্টের ওপর বেশি মনোনিবেশ করা উচিত। ভালো জিনিস লেখা উচিত। তাহলেই প্রত্যেক তারকা সুরক্ষিত থাকবেন’। অভিনেত্রীর মতে, কোভিডের কারণে এই পরিবর্তন এসেছে। দর্শকরা বুঝে গিয়েছেন, কেউ ভগবান নন। কেউ সব কিছু বদলে দিতে পারবেন না।

শুধু এটুকুই নয়, শীঘ্রই সুজয় ঘোষের হাত ধরে ওটিটি (OTT) মাধ্যমে ডেবিউ করতে চলা, এই পরিস্থিতির জন্য সেই ওয়েব প্ল্যাটফর্মকেও খানিক ‘দায়ী’ করেছেন। সইফ আলি খানের ঘরণীর মতে, বর্তমানে তারকাদের স্টারডম দিয়ে কিছু যায় আসে না। ওটিটি দর্শকদের এত বেশি অপশন দিয়ে ‘নষ্ট’ করে দিয়েছে।

Kareena Kapoor Khan thinking

করিনার মতে বলিউডে এখন আর কোনও তারকা নেই। নায়িকা বলেন, ‘আজ, আমার মতে কোনও তারকা নেই। প্রত্যেকে অভিনেতা। এমন কোনও নিশ্চয়তা নেই, আগামীকাল কারোর ছবি শুরুতেই ৫০ কোটি টাকার ব্যবসা করবে। সাফল্য এবং স্টারডমের এখন কোনও মূল্য নেই’।

আমির-করিনা অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি হলিউড ক্ল্যাসিক সিনেমা ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। বলিউডের এই দুই তারকা ছাড়াও ছবিতে দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্য এবং মোনা সিংকে দেখা যাবে। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।