বলিউডে (Bollywood) এখন আকাশে বাতাসে শুধুই খুশির খবর ভেসে বেড়াচ্ছে। শীঘ্রই মা হতে চলেছেন বিখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর (Kareena Kapoor)। অভিনেতা সাইফ আলী খান (Saif Ali Khan) পত্নী কারিনা এই নিয়ে দ্বিতীয়বার মা হতে চলেছেন। সাইফ কারিনা তৈমুরের ছোট্ট পরিবারে নতুন অতিথির আগমনের খবর আসতে পারে যে কোনো দিন। আর সেই নিয়ে অভিনেত্রীর ভকরগণের মধ্যে আগ্রহ ও উদ্বেগের শেষ নেই।
এবার অভিনেত্রীর হবু সন্তান নিয়ে ভবিষ্যতবাণী করে বসলেন এক জোতিষী। ছোট্ট তৈমুর খেলার সাথী হিসাবে বোনকে পাবে নাকি আরেকটা ফুটফুটে ভাই আসছে তৈমুরের! কারিনা কাপুরের হবু সন্তান মেয়ে না ছেলে এই নিয়েই ভবিষ্যৎবাণী করলেন এক জোতিষী।
পণ্ডিত জগন্নাথ গুরুজী বলে এক জোতিষী কারিনা কাপুরের সন্তান নিয়ে ভবিষ্যত বাণী করেছেন। পণ্ডিতজি ফেস রিড করে ভবিষ্যৎবাণী করে জানিয়েছেন যে কারিনা কাপুরের কন্যা সন্তান হতে চলেছে। আর পণ্ডিতজির এই ভবিষ্যৎবাণীকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
পন্ডিতজি অবশ্য এই প্রথম ভবিষ্যৎবাণী করেননি। এর আগেও সেলেব্রিটি জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এর সময়েও ভবিষ্যৎবাণী করেছিলেন পণ্ডিতজি। তিনি বলেছিলেন যে বিরাট অনুষ্কার ঘরে আসবে এক ফুটফুটে কন্যা সন্তান। আর সত্যিই হয়েছেও তাই, ফুটফুটে কন্যা সন্তানের জন্মদিয়েছেন অনুষ্কা শর্মা।
এবার সম্প্রতি, সাইফ কারিনাকে নিয়েও একইরখম ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী। তার মতে কারিনা কাপুর যেমন রূপে লক্ষী ও গুণে সরস্বতী তেমনি এক গুনবতী কন্যা সন্তান আস্তে চলেছে নবাব পরিবারে। এদিকে ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহেই হতে পারে ডেলিভারি সে বিষয়ে আগেই জানিয়ে ছিলেন সাইফ আলী খান। তাই পণ্ডিতজির ভবিষ্যৎবাণী নিয়ে বর্তমানে জল্পনা শুরু হয়ে গিয়েছে বি-টাউন তথা নেটপাড়ায়।