• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভে দ্বিতীয় সন্তান নিয়ে পরপুরুষের সাথে রোমান্স! কান্ড দেখে তুমুল অশান্তি সাইফ-কারিনার ঘরে

Published on:

Kareena Kapoor Amir Khan Romantic Romantic Shoot of Lal Singh Chadda while second pregnency,Kareena Kapoor,Amir Khan,Lal Singh Chadda,Romantic Scene,Kareena Second Pregnency,কারিনা কাপুর,আমির খান,লাল সিং চাড্ডা,Bollywood Gossip

বলিউডের পাওয়ার কাপলদের নামের তালিকা তৈরী করলে প্রথম সারিতেই আসে সাইফ আলী খান (Saif Ali Khan) ও কারিনা কাপুরের (Kareena Kapoor) নাম। ২০১২ সালে সাত পাকে বাধা পড়েছিলেন সাইফ কারিনা। সেই থেকে দীর্ঘ ৯ বছর ধরে দিব্যি সংসার করছেন। ইতিমধ্যেই দুই সন্তানের মা হয়ে গিয়েছেন কারিনা। এবছরের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় পুত্র সন্তানের জন্মদিয়েছেন অভিনেত্রী।

লকডাউনের মাঝে মা হবার খবর শেয়ার করেছিলেন কারিনা। এরপর মাতৃত্বকালীন অবস্থায় লকডাউনে বেশ কিছুটা সময় বাড়িতে কাটানোর পর বসে থাকতে নারাজ ছিলেন অভিনেত্রী। লকডাউন শিথীল হতেই পরবর্তী ছবির শুটিংয়ের কাজে লেগে পড়েন কারিনা। দ্বিতীয়বার গর্ভবতী হয়ে বাড়িতে বসে থাকতে নারাজ ছিলেন অভিনেত্রী। তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছেন শুটিং।

কারিনা কাপুর Kareena Kapoor

আমির খানের সাথে লাল সিং চাড্ডা ছবিতে দেখা যাবে কারিনা কাপুরকে। সেই ছবির শুটিংয়ের জন্যই কাজে বেরিয়েছিলেন কারিনা। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং আটকে পড়েছিল লকডাউনের জন্য সেগুলিও শুট করেছেন। তবে লাল সিং চাড্ডা ছবিতে আমির খানের সাথে বেশ কিছু রোমান্টিক দৃশ্যও রয়েছে। আর গর্ভবতী অবস্থাতেই আমিরের সাথে সেই দৃশ্যের শুটিং করেছিলেন কারিনা।

Kareena Kapoor Amir Khan Romantic Romantic Shoot of Lal Singh Chadda while second pregnency,Kareena Kapoor,Amir Khan,Lal Singh Chadda,Romantic Scene,Kareena Second Pregnency,কারিনা কাপুর,আমির খান,লাল সিং চাড্ডা,Bollywood Gossip

একে দেশে কোরোনার সংক্রমণ তার ওপর প্রেগনেন্সি চলাকালীন কাজ! প্রথমে কারিনার  কাজে যাওয়াকে সমর্থ করলেও পরে প্রেগনেন্সি চলাকালীন কাজ নিয়ে চিন্তিত হয়ে পড়েন স্বামী সাইফ আলী। সেই কারণেই কারিনাকে অতিরিক্ত সাবধান থাকতে পরামর্শ দিয়েছিলেন সাইফ। তবে সমস্ত কিছু ঠিক ঠাক ভাবেই হয়ে গিয়েছে।

Kareena Kapoor Amir Khan Romantic Romantic Shoot of Lal Singh Chadda while second pregnency,Kareena Kapoor,Amir Khan,Lal Singh Chadda,Romantic Scene,Kareena Second Pregnency,কারিনা কাপুর,আমির খান,লাল সিং চাড্ডা,Bollywood Gossip

দ্বিতীয়বার মা হবার অনুভূতি নিয়ে ইতিমধ্যেই একটা আস্ত বই লিখে ফেলেছেন কারিনা কাপুর। বইটির নাম দিয়েছেন প্রেগনেন্সি বাইবেল। এই বইটিকে যারা গর্ভবতী অর্থাৎ মা হতে চলেছেন তাদের জন্য সুপারিশ করেছেন অভিনেত্রী। বইটিতে নিজের মা হবার অনুভূতির কথা শেয়ার করেছেন কারিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥