বলিউড (bollywood) অভিনেতা করণবীর বোহরা (Karanbir Bohra) বর্তমানে দারুন খুশি। দ্বিতীয়বার বাবা হয়েছেন করণভীর। আর দ্বিতীয় বার বাবা হবার খুশি অভিনেতার মুখ ও সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। স্ত্রী টিজে সিধু কানাডায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। করণভীর বোহরা নিজেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মের সুসংবাদ ভক্তদের সাথে শেয়ার করেছেন। এই নিয়ে তৃতীয় কন্যা সন্তান হল করণবীর বোহরা ও টিজে সিধুর।
নবজাত কন্যাকে নিয়ে ইতিমধ্যেই একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন করণবীর বোহরা (Karanbir Bohra)। মেয়েকে কোলে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। সেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ তুমিই প্রথম আর তুমিই শেষ। আমার প্রতিটা মেয়েই এই ভাবেই হৃদয়ের কাছে থাকবে। আমার ভালোবাসার মানুষগুলো আর মেয়েদের সাথে আমি সর্বদাই আছি। তবে এই মুহূর্তটা খুব স্পেশাল। ‘
View this post on Instagram
এরপর অভিনেতা সদ্যজাত কন্যার সাথে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে করণবীর বোহরার কোলে শুয়ে রয়েছে তার ছোট্ট মেয়ে। ছবি শেয়ার করে করণবীর লিখেছেন, ‘ খাটে নয় বরং এই ভাবেই সবথেকে ভালো ঘুমায় সে। লোকে হয়তো বলবে আমি মেয়েকে বিগড়ে দিচ্ছি, কিন্তু কি করবো আমি এরখমই বাবা!’
এগুলি ছাড়াও তৃতীয় কন্যার জন্মের পর এতটাই খুশি হয়েছিলেন করণবীর যে সদ্যজাত সন্তানকে নিয়ে রাস্তাতেই খুশিতে নাচতে শুরু করে দিয়েছিলেন অভিনেতা। রাস্তায় সদ্যোজাতকে নিয়ে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন করণবীর বোহরা (Karanbir Bohra)। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram