• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সহ-অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন, বৌয়ের হাতে সপাটে চড় খান বিপাশার বর!

Published on:

Karan Singh Grover,Jennifer Winget,slap,gossip,Bipasha Basu,cheating,extra marital affair,Bollywood,Bollywood gossip,entertainment,করণ সিং গ্রোভার,জেনিফার উইঙ্গেট,থাপ্পড়,চড়,পরকীয়া,গসিপ,বিপাশা বসু,বলিউড,বলিউড গসিপ,বিনোদন,Karan Singh Grover Jennifer Winget,Karan Singh Grover slapped Jennifer Winget,করণ সিং গ্রোভার জেনিফার উইঙ্গেট

বলিউডের (Bollywood) ‘মাঙ্কি কাপল’ হিসেবে খ্যাত বিপাশা বসু (Bipasha Basu) এবং করণ সিং গ্রোভার (Karan Singh Grover)। এই দুই তারকার কাউকেই সেভাবে সিনেমায় দেখা যায় না। তবে ব্যক্তিগত জীবনের সৌজন্যে প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তাঁরা। সম্প্রতি যেমন মেয়ে দেবীর ছবি প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মিস্টার অ্যান্ড মিসেস সিং গ্রোভার।

অনেকেই হয়তো জানেন, বিপাশাকে বিয়ে করার আগেও দু’বার সাত পাক ঘুরেছিলেন করণ। কেরিয়ারের শুরুর দিকে টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমের (Shraddha Nigam) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা। তবে বিয়ের ১০ মাসের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। শোনা যায়, একটি ডান্স রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন করণ। সেই শোয়ের কোরিওগ্রাফার নিকোলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় বিয়ে ভাঙে তাঁর।

Karan Singh Grover and Shraddha Nigam

প্রথম বিয়ের ভাঙার বছর তিনেকের মধ্যে টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের (Jennifer Winget) সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন করণ। তবে দ্বিতীয় বিয়ের পরেও নাকি অভিনেতা পরকীয়া শুরু করেছিলেন। ফের নাকি নিকোলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। সেই সঙ্গেই প্রাক্তন স্ত্রী শ্রদ্ধার সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। স্বামীর এই ‘কেচ্ছা’ জানার পর কথা বলা বন্ধ করে দিয়েছিলেন জেনিফার। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো শোনা, ব্যক্তিগত কারণের জন্য ‘দিল মিল গয়ে’র শ্যুটিংয়ের সময়েও একে অপরকে এড়িয়ে চলতেন করণ-জেনিফার।

Karan Singh Grover and Jennifer Winget, Jennifer Winget slapped Karan Singh Grover

পরকীয়া নিয়ে স্ত্রীয়ের সঙ্গে তুমুল অশান্তি হওয়ার পর নিকোল এবং শ্রদ্ধার দু’জনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেন করণ। স্বামী ভুল বুঝতে পেরেছে ভেবে জেনিফারও তাঁকে ক্ষমা করে দেন। কিন্তু এরপর ফের তাঁদের সম্পর্কে তৃতীয় একজনের আবির্ভাব হয়। শোনা যায়, ‘কবুল হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক এবং নায়িকা সুরভি জ্যোতির সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়ে করণের।

Karan Singh Grover and Surbhi Jyoti

জেনিফার জানতে পারেন, শ্যুটিং শেষ হয়ে গেলেও একসঙ্গে সময় কাটানো শুরু করেছিলেন করণ এবং সুরভি। দু’জনকে হাতেনাতে ধরবেন বলে একদিন আচমকাই শ্যুটিং সেটে হাজির হন জেনিফার এবং দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। স্বামীর কীর্তি দেখে রাগ সামলাতে না পেরে সপাটে তাঁর গালে চড় কষান জেনিফার। একবার ক্ষমা করলেও করণ দ্বিতীয়বার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় ডিভোর্সের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

Karan Singh Grover and Bipasha Basu

যদিও বলিউডের অন্দরের গুঞ্জন, করণ এবং জেনিফারের ডিভোর্সের জন্য অনেকাংশে দায়ী বঙ্গ তনয়া বিপাশা। ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় নাকি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর বঙ্গ তনয়ার গলায় মালা দেন করণ। এখন বিপাশা এবং কন্যা দেবীকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥