• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবাদেরও কষ্ট হয়! গর্ভাবস্থা নিয়ে মুখ খুললেন করণ, ভালোবাসায় ভরালেন অন্তঃসত্ত্বা বিপাশা বসু

বলিউডের জনপ্রিয়তম জুটিগুলির মধ্যে একটি হল বিপাশা বসু (Bipasha Basu) এবং করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) জুটি। সম্প্রতি গর্ভাবস্থার কথা ঘোষণা করেছেন এই তারকা দম্পতি। এরপর থেকেই বিনোদন দুনিয়ার তারকা থেকে শুরু করে অনুরাগী- প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। এসবের মাঝেই করণ নিজের একটি কাজের মাধ্যমে ফের নেটিজেনদের মন জয় করে নিলেন।

করণ এবং বিপাশা শীঘ্রই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন। এই মুহূর্তে নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটিকে চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। এই সব কিছুর মধ্যেই বলিউড অভিনেতা এমন একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন যা প্রায় প্রত্যেক নেটিজেনের মন ছুঁয়ে গিয়েছে।

   

Bipasha Basu and Karan Singh Grover

গর্ভাবস্থা (Pregnancy) যেমন জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলির মধ্যে একটি, তেমনই এই সময় একজন মহিলাকে প্রচুর কষ্টও সহ্য করতে হয়। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুললেন অভিনেতা। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। বাদ যাননি তাঁর স্ত্রী তথা বলি সুন্দরী বিপাশাও।

Karan Singh Grover

সদ্য করা মাতৃত্বকালীন ফটোশ্যুট (Pregnency Photoshoot) থেকে একটি ছবি শেয়ার করে করণ লিখেছেন, ‘এটা অনেকগুলো ভালো অনুভূতির একটি মিশ্রণ। নতুন, কিন্তু মনে হচ্ছে যেন আগেও অনুভব করেছি। বাস্তবে নয়, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নে। মনে হচ্ছে যেন আমার ডিএনএ’তে ঢুকে গিয়েছে বিষয়টা। এত প্রবল একটি অনুভূতি যা আমি কোনোদিন বহিঃপ্রকাশ করিনি, কারণ আমি ভয় পেতাম তাহলে হয়তো খুশির বিস্ফোরণ হতো আমার মুখে। যখন আমরা জানতে পারলাম আমরা প্রেগন্যান্ট। আমাদের মতোই একটি ছোট্ট বানর দিয়ে আমাদের আশীর্বাদ করা হয়েছে, আমার জীবনের একটা সুন্দর ভয় যেন সত্যি হয়ে গিয়েছিল’।

 

View this post on Instagram

 

A post shared by karan singh grover (@iamksgofficial)

করণের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি এবং বিপাশা দু’জনেই কালো রঙের পোশাক পরে রয়েছেন। হবু মা বিপাশা হাসি মুখে অন্য দিকে তাকিয়ে রয়েছেন এবং পিছন দিক থেকে তাঁকে আগলে রেখেছেন বলি অভিনেতা। স্বামী করণের শেয়ার করা এই সুন্দর পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলি সুন্দরী বিপাশা। একগুচ্ছ হৃদয়ের ইমোজির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বঙ্গ তনয়া।

বলিপাড়ার এই তারকা জুটির প্রেম শুরু ‘অ্যালন’ ছবির সেট থেকে। বছর খানেক চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। এবার শীঘ্রই করণ-বিপাশার জীবনে আসতে চলেছে খুদে সদস্য। আপাতত তাঁর আসার অপেক্ষাতেই দিন গুনছেন এই তারকা জুটি।