• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতের পর রাত ঘুমোতে দেন না বিপাশা! প্রকাশ্যেই ‘বেডরুম সিক্রেট’ ফাঁস করলেন স্বামী করণ

Updated on:

Karan Singh Grover reveals he can’t sleep without his wife Bipasha Basu

বলিউডের (Bollywood) ‘মাঙ্কি কাপল’ বিপাশা বসু (Bipasha Basu) এবং করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) মধ্যেকার ভালোবাসা দেখার মতো। একে অপরকে ছাড়া একটুও থাকতে পারেন না দু’জনে। মেয়ে দেবীর জন্মের পর সেই ভালোবাসা আরও বেড়েছে। দুই তারকার সোশ্যাল মিডিয়া পোফাইলে উঁকি মারলেই চোখে পড়ে তাঁদের ‘PDA’ মোমেন্টস। মাঝেমধ্যে ভাইরালও হয় তাঁদের ছবি।

বিপাশা অবশ্য করণের প্রথম স্ত্রী নন, এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগম এবং জেনিফার উইঙ্গেটের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। তবে সেই দুই বিয়েই টেকেনি। এরপর ‘অ্যালোন’এর সেটে বিপাশার সঙ্গে আলাপ হয় তাঁর। অল্প সময়ের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায় তাঁদের। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং সবশেষে বিয়ে। বিয়ের প্রায় ৭ বছর পরেও করণ-বিপাশার মধ্যেকার ভালোবাসা কিন্তু একটুও কমেনি।

Karan Singh Grover and Bipasha Basu

একবার স্বামী করণের সঙ্গে একটি জনপ্রিয় চ্যাট শোয়ে গিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন বিপাশা। অভিনেত্রী বলেছিলেন, তিনি এবং করণ যতটা বেশি সম্ভব একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। করণ সাফ জানান, তিনি বিপাশাকে ছাড়া থাকতে পারেন না। স্ত্রী একটু দূরে গেলে তাঁকে চোখে হারানো শুরু করেন তিনি।

অপরদিকে বিপাশা জানান, সংসারের বেশিরভাগ কাজ তাঁকেই করতে হয়। করণ এসব বিষয়ে একেবারেই সচেতন নন। এমনকি ফ্যাশন, পোশাকের দিকটিও অভিনেত্রীকেই দেখতে হয়। স্ত্রীয়ের মুখ থেকে একথা শোনামাত্রই অভিনেতা বলে ওঠেন, আসলে পোশাক ছাড়া থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি।

Karan Singh Grover and Bipasha Basu

যদিও শুধুমাত্র সেই চ্যাট শোয়ে গিয়েই নয়, একবার একটি সাক্ষাৎকারেও বিপাশাকে নিয়ে মুখ খুলেছিলেন করণ। অভিনেতা বলেছিলেন, স্ত্রীয়ের জন্য নাকি রাতের পর রাত ঠিক করে ঘুমোতে পারেন না তিনি। অনেক সময় নাকি সারা রাত জেগেও কাটিয়ে দেন। কিন্তু কী এমন করেন বিপাশা যে অভিনেতার ঘুমই উড়ে যায়?

করণ জানান, আসলে বিপাশা যখন তাঁর সঙ্গে থাকেন না, তখনই রাতের ঘুম উড়ে যায় তাঁর। অভিনেতা স্পষ্ট করে বলেন, সুন্দরী স্ত্রীকে ছেড়ে কোনও মানুষেরই ঠিকভাবে ঘুম হয় না। তিনিও ব্যতিক্রম নন। করণ যে তাঁকে ছেড়ে একমুহূর্তও থাকতে পারেন না তা স্বীকার করে নিয়েছিলেন বিপাশা নিজেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥