এখন সামাজিক মাধ্যম খুললেই ‘বয়কট বলিউড’ ট্রেন্ড চোখে পড়ে। রিলিজের আগেই উঠেছিল বিগ বাজেট ‘রক্ষা বন্ধন’, ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক। মুক্তির পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমার এবং আমির খানের ছবির। এবার সেই তালিকায় নাম তুলল বিগ বাজেট ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। রিলিজের আগেই উঠেছে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ছবি বয়কটের (Boycott Brahmastra) ডাক।
রণবীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হিন্দু দেবদেবীদের অপমান করার। নেটিজেনদের একাংশের দাবি, আমির খানের সঙ্গে ‘পিকে’ ছবিতে হিন্দু দেবদেবীর অপমান করেছে। ঋষি পুত্র। অভিযোগ উঠেছে, শুধু সেই সিনেমাতেই নয়, এই ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও জুতো পরে মন্দিরে প্রবেশ করে ফের একই কাজ করেছেন অভিনেতা।
আর সেই কারণেই এবার উঠেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি বয়কটের ডাক। ‘রক্ষা বন্ধন, ‘লাল সিং চাড্ডা’র পর ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের ডাক ওঠায় নাকি বেশ চিন্তায় পড়েছেন প্রযোজক করণ জোহর (Karan Johar)। তবে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ভুগলেও তা প্রকাশ করেননি ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধার। বরং সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেকে বেশ শক্ত দেখিয়েছেন তিনি।
সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জির জন্মদিন ছিল। ছেলের মতো অয়নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করণ লিখেছেন, ‘ভালোবাসা খুবই জোরালো একটি অনুভূতি। সবার সঙ্গে ভাগ করে নিলেও এটা অনিভব করা যায়। অয়ন আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমায় ততটাই আগলে রাখতে চাই, যতটা আমার সন্তানদের রাখতে চাই’।
View this post on Instagram
ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধারের সংযোজন, ‘আমি জানি ব্রহ্মাস্ত্র সিনেমায় তুমি কত পরিশ্রম করেছ এবং তোমার কত বছর লেগেছে। আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে নিজের কেরিয়ারের থেকে বেশি সময় একটি প্রোজেক্টের পিছনে খরচ করেছে। কাল কিংবা ৯ সেপ্টেম্বরে ব্রহ্মাস্ত্রর ভবিষ্যৎ কি হবে তা কেউ জানে না। কিন্তু নিজের সমর্পণের মাধ্যমে তুমি আগেই মন জয় করে নিয়েছ। তুমি উড়তে থাকো। উঁচু লক্ষ্য রাখো… শুভ জন্মদিন’।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো শিল্পীরা। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই ছবি।