বলিউডের দিন শেষ! একের পর এক ছবি রিলিজ করছে এবং সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। হিন্দি সিনেমার এই দশা দেখেই ‘বলিউড শেষ’ বলে ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন দর্শকরা। তাঁদের মতে, এখন ভারতীয় সিনেমার ভবিষ্যৎ দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। সম্প্রতি অবশ্য করণ জোহর (Karan Jogar) তাঁর আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে গিয়ে বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রিকে এক বলে মত প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সাউথ সুপারস্টার নাগার্জুনের (Nagarjuna) পায়েও পড়েছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার।
আগামী ৯ সেপ্টেম্বর করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায়ের সঙ্গেই অভিনয় করেছেন সাউথ সুপারস্টার নাগার্জুনও। ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারেও গিয়েছেন করণ-সহ ছবির সকল কলাকুশলীরা। সেখানেই সকলের সামনে দক্ষিণী তারকার পায়ে পড়ে যান করণ।
‘ব্রহ্মাস্ত্র’র প্রচার ইভেন্টে ছবির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু নামী তারকা। যেমন, এস এস রাজামৌলী, জুনিয়র এনটিআর। সেখানেই বলিউড বনাম সাউথ, এই বিতর্কে ইতি টানার সুরও শোনা যায় তাঁদের গলায়।
ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ যেমন এই প্রসঙ্গে বলেন, ‘আমরা, আমাদের মতো করে (দেশের সব জায়গায়) প্রত্যেকটি কোণায় পৌঁছতে চাইছি। যেমন এস এস রাজামৌলী স্যার বললেন, এটা ভারতীয় সিনেমা। এটাকে দয়া করে অন্য কোনও নামে ডাকবেন না’।
করণের সংযোজন, ‘আমরা সব সময় এর পিছনে ‘উড’ যুক্ত করি… বলিউড, টলিউড। আমরা আর এই ‘উড’ নেই। আমরা এই ‘উড’এর বাইরে চলে এসেছি। আমরা গর্বিতভাবে এখন ভারতীয় সিনেমা। এখন থেকে তৈরি প্রত্যেকটি ছবি ভারতীয় সিনেমার অংশ হবে’। এরপরই সোজা গিয়ে সাউথ সুপারস্টার নাগার্জুনকে প্রণাম করেন করণ।
বক্তব্য শেষ করার আগে দক্ষিণী তারকার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেন, ‘যখনই বড় হৃদয়ের কথা ওঠে, তখনই আমি নাগ স্যারের (নাগার্জুন) কথা বলি। আমার পিতা নাগ স্যারের খুব কাছের বন্ধু ছিলেন। আমি মনে করি সেই ভালোবাসা এখনও রয়েছে’। এরপর ‘ব্রহ্মাস্ত্র’য় কাজ করার জন্য সাউথ সুপারস্টারকে ধন্যবাদ জানিয়ে করণ বলেন, তিনি তাঁর ‘প্রিয় মানুষ’।