• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ কন্যা সুহানাকে নিয়ে বেফাঁস মন্তব্য! করণ জোহরকে প্রকাশ্যেই ধুয়ে দিলেন মা গৌরী খান

Published on:

Karan Johar says he wants to join Suhana Khan’s group, how dare you, says Gauri Khan

বলিউডের অন্যতম বিতর্কিত চরিত্রের মধ্যে একজন হলেন করণ জোহর (Karan Johar)। নানান মন্তব্যের কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন ধর্ম প্রোডাকশনের কর্ণধার। এবার ফের আরও একবার সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন করণ। সৌজন্যে শাহরুখ খানের মেয়ে সুহানাকে (Suhana Khan) নিয়ে করা তাঁর একটি মন্তব্য।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘ফ্যাবিউলাস ওয়াইফস অফ বলিউড ওয়াইফস’এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। সেই সিরিজের সাম্প্রতিক এপিসোডে দেখা গিয়েছে ভাবনা পাণ্ডে, নীলম কোঠারির সঙ্গেই গৌরী খান (Gauri Khan), শ্বেতা বচ্চন নন্দা, করণ জোহরকেও। আর সেই এপিসোডেই শাহরুখ কন্যা সুহানাকে নিয়ে একটি ‘বেফাঁস’ মন্তব্য করে বসেন করণ। আর তা শোনামাত্রই বেশ চটে যান মা গৌরী।

Karan Johar and Gauri Khan

ধর্মা প্রোডাকশনের কর্ণধার সুহানা খান, সানায়া কাপুর, নব্যা নভেলী নন্দা এবং অনন্যা পাণ্ডের বন্ধুত্ব নিয়ে কথা বলেন। সেই প্রসঙ্গে কথা বলার সময় করণ বলেন, ‘গৌরী তুমি এবং আমি জানি যে অনন্যা, সুহানা, নভ্যা এবং সানায়ার একটি গ্রুপ রয়েছে এবং এখন আমার মনে হচ্ছে আমি কিছু মিস করছি’।

Suhana Khan

তা শোনামাত্রই শাহরুখ পত্নী বলে ওঠেন, ‘তুমি এই গ্রুপের অংশ হতে চাও?’ করণ সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘হ্যাঁ’। একথা শুনেই গৌরী বলে ওঠেন করণ কিছুতেই এই গ্রুপের অংশ হতে পারবেন না। যা শুনে করণ বলেন, ‘আমি সত্যি এই গ্রুপের অংশ হতে চাই’। একথা শোনার পর সুহানার মা বলেন, ‘ওঁদের মধ্যে এমন কি ভালো রয়েছে যা আমাদের মধ্যে নেই?’ সঙ্গে সঙ্গে করণ গৌরীকে খোঁচা দিয়ে বলেন, ‘ওখানে ছিলাম, ওটা করেছি, একটা টি-শার্ট কিনলাম, মুভ অন করে গেলাম। আমি ওঁদের সঙ্গে হ্যাং আউট করতে চাই’।

Karan Johar

একথা শুনেই একেবারে চটে লাল হয়ে যাব গৌরী। শাহরুখ পত্নী বলেন, ‘তোমার সাহস হল কী করে করণ? আমাদের ছেড়ে ওঁদের গ্রুপে যোগ দিতে চাও? আমাদের গ্রুপে একথাও কথা বলো না। আমাদের ছেড়ে দিয়ে ওঁদের গ্রুপে যোগ দেওয়ার জন্য এত ব্যস্ত?’

Gauri Khan

একথা শুনে একটু ভয় পেয়ে করণ বলেন, সুহানা, সানায়ারা যদি তাঁকে গ্রুপ থেকে ‘বাতিল’ করে দেন, তাহলে কী হবে? যা শোনামাত্রই সঞ্জয় কাপুরের স্ত্রী তথা সানায়া কাপুরের মা মাহিপ বলে ওঠেন, ওঁদের অত ‘সাহস’ই নেই।

উল্লেখ্য, করণ জোহর শীঘ্রই মাহিপের কন্যা সানায়াকে বলিউডে লঞ্চ করতে চলেছেন। এর আগেও নহু স্টারকিডকে বলিউড লঞ্চ করেছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। সেই তালিকায় নাম রয়েছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান থেকে শুরু করে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের মতো অভিনেতা-অভিনেত্রীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥