সঙ্গীতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো(Reality Show) সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol) । যার চলতি সিজন অর্থাৎ ‘ইন্ডিয়ান আইডল ১২’ শুরু থেকেই একের পর এক বিতর্কের জেরে শিরোনামে এসেছে। কখনও বিচারক, কখনও প্রতিযোগী বাদ পড়েননি কেউই। আগামী ১৫ অগস্ট রয়েছে এই শোয়ের গ্রান্ড ফিনালে। ওইদিনই ঘোষণা হবে বিজেতার নাম। এবারের ইন্ডিয়ান আইডলে ট্রফি জেতার লড়াইয়ে ৬ প্রতিযোগিদের মধ্যে অন্যতম হলেন শন্মুখপ্রিয়া (Shanmukhpriya)।
কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই শন্মুখপ্রিয়ার সেরা ছয়ে থাকা নিয়ে আপত্তি জানিয়ে চলেছেন নেটজেনদের একাংশ। তাঁকে নিয়ে ক্রমাগত ট্রোলিং শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। শনমুখপ্রিয়া-কে শো-তে রাখার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে শো-এর নির্মাতা থেকে শুরু করে বিচারক, সকলকেই। তাদের দাবি শন্মুখপ্রিয়া ইন্ডিয়ান আইডলের সেরা ছয়ে থাকার যোগ্য নয়। তাঁর গানের স্টাইলে বিরক্ত নেটিজেনদের একাংশ।
এসবের মধ্যেই গত সপ্তাহে ‘ইন্ডিয়ান আইডল’-র মঞ্চে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন বলিউডের খ্যাতনামা পরিচালক তথা প্রযোজক করণ জোহর (Karan Johar)। সেখানে ট্রোলিং প্রসঙ্গে শন্মুখপ্রিয়া-কে সমবেদনা জানান করণ। এছাড়াও এদিন তাঁকে উৎসাহ জোগাতেই নিজের জীবনের নানা টুকরো অভিজ্ঞতা শেয়ার করেন করণ।
নাম না করেই গতবছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে ওঠা নেপোটিজমের রেশ টেনেই এদিন তিনি শন্মুখপ্রিয়াকে বলেন, ‘আমি জানি বিগত বেশ কিছু দিন ধরে অনলাইনে তোমাকে ট্রোল হতে হচ্ছে। আমি তোমায় একটা কথাই বলতে চাই আমার সঙ্গে কিন্তু এই জিনিস বহু বছর ধরে হয়ে আসছে। আমি যা করি, আমি মন থেকে করি। এক নিষ্ঠুর পৃথিবী আমাকে নিয়ে নিজস্ব মতামত তৈরি করে নিয়েছে।’
সেইসাথেই করণের আরও সংযোজন ‘যখন ঘুম থেকে উঠি তখন দেখি মানুষ আমাকে নিয়ে খারাপ কতাহ বলছে। গত বছর তো ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। গোটা বছরটাই মানুষ আমাকে নিয়ে ট্রোল করেছে।” উল্লেখ্য গতবছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘কফি উইথ করণ’-র বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়। সেই সব ভিডিয়োতে সুশান্তের প্রতি করণের আচরণে ক্ষুব্ধ হন নেটিজেনরা। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে একসময় বাধ্য হয়ে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দেন করণ।