• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডকে বাঁচাতে শীঘ্রই আসছে করণ জোহরের বায়োপিক! নিজের চরিত্রে কে থাকছেন, ফাঁস করলেন পরিচালক

করণ জোহর (Karan Johar) বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। আলোচনা, বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি। নেপোটিজমের ধব্জাধারী থেকে শুরু করে তাঁর বিতর্কিত নানান মন্তব্য- করণ বহুবার বহু কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। এবার সেই সব কাহিনীই পর্দায় ফুটে উঠবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসতে চলেছে ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধারের বায়োপিক (Karan Johar biopic)।

করণ একাধারে নামী পরিচালক, আর একদিকে ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রযোজকদের মধ্যেও একজন। এছাড়াও বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচার করা, সঞ্চালনা করা তো রয়েছেই। একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে করণ সত্যিই বহুমুখী প্রতিভার অধিকারী।

   

Karan Johar

ধর্মা কর্ণধারের জীবনও বেশ বর্ণময়। এক জীবনেই প্রচুর উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন তিনি। কখনও ভেঙে পড়লেও নিজেকে সামলে ফের ঘুরে দাঁড়িয়েছেন। এবার এই সব কাহিনী ফুটে উঠবে বড়পর্দায়। সম্প্রতি নিজের বায়োপিক নিয়ে মুখ খুলেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক নিজেই।

করণ নিজেই বলেন, তাঁর জীবন সত্যিই বেশ আকর্ষণীয় এবং ঘটনাবহুল। তাই সেটির ওপর চাইলেই একটি বায়োপিক বানানো যেতে পারে। তবে এখনই নয়, কয়েক বছর পর বানাবেন বলে ঠিক করেছেন তিনি। আর যেহেতু তিনি নিজেই ছবিটির পরিচালনা করবেন তাই মুখ্য চরিত্রে অভিনয় করবেন না করণ। বরং নিজের চরিত্রে তিনি কাস্ট করবেন রণবীর সিংকে (Ranveer Singh)। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা নিজেই বলেছেন তিনি।

Karan Johar Ranveer Singh

তবে বলিউডে এত অভিনেতা থাকতে করণ নিজের চরিত্রে রণবীর সিংকেই কেন কাস্ট করতে চান? জবাবে সাফ সাফ তিনি বলেন, ‘রণবীর গিরগিটির মতো রঙ বদলায়। যে কোনও ধরণের চরিত্র পর্দায় জীবন্ত করে তোলা ওর কাছে কোনও ব্যাপারই না। তাই আমার চরিত্রেও ওকেই ভালো মানাবে’।

ধর্মার মালিক জানান, নিজের বায়োপিকে জীবনের প্রত্যেকটি অধ্যায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন তিনি। বিশেষত, মা-বাবার সঙ্গে তাঁর ছেলেবেলাটা খুব সুন্দর কেটেছিল, তাই সেই অধ্যায়টি খুব ভালো করে দেখাতে চান করণ। পাশাপাশি এও জানান, ব্যতিক্রমী শিশু হওয়ার জন্য তাঁকে ছোট থেকে অনেক মাশুল দিতে হয়েছে। এমন বহু অনুভূতি ছিল যেগুলি কেবলই তাঁর ছিল। তবে এখন ফিরে দেখলে নিজের জীবনকে সত্যিই বেশ চমকপ্রদ লাগে তাঁর।

Karan Johar

প্রসঙ্গত, পরিচালক হিসেবে করণের কেরিয়ার শুরু ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮) ছবির মাধ্যমে। যদিও এরপর প্রযোজনা নিয়েই তাঁর জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে। করণ পরিচালিত শেষ ছবি ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬)। দীর্ঘ ৬ বছরের ব্যবধান শেষে আগামী বছর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মাধ্যমে ফের পরিচালক হিসেবে কামব্যাক করছেন করণ। সেই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংই।