• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক দুটো ফ্লপ ছবিতে ইন্ডাস্ট্রি শেষ হয় না! বলিউডের দিন শেষ প্রসঙ্গে তেলেবেগুনে জ্বলে উঠলেন করণ

সাম্প্রতিক অতীতে বলিউডের (Bollywood) একাধিক সুপারস্টারের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অজয় দেবগণ-অমিতাভ বচ্চনের ‘রানওয়ে ৩৪’ থেকে শুরু করে অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’- সেই তালিকায় নাম রয়েছে একাধিক বিগ বাজেট সিনেমার। যা দেখার পর থেকে বলিউডের দিন শেষ, দর্শকদের মধ্যে এমন কথা উঠতে শুরু করে দিয়েছে। তবে তা সত্ত্বেও এসব কিছু মানতে নারাজ বলিউডের নামী প্রযোজক, পরিচালক করণ জোহর (Karan Johar)।

বলিউডের ইতিহাসের একাধিক সুপারহিট সিনেমার পরিচালক করণের মতে, বলিউডের শেষ হয়ে যাওয়ার সংবাদ একেবারেই ‘ফালতু’। ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত পরিচালকের মতে, দর্শকদের হলে নিয়ে আসা এখন কঠিন হয়ে গেলেও, ভালো সিনেমা সর্বদা সেই কাজ করতে সফল হয়।

   

Karan Johar speaking

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় করণ বলেন, বলিউডের শেষ হয়ে যাওয়ার সংবাদ একেবারেই বাজে এবং ফালতু। পরিচালকের কথায়, ‘এই সব খবর একেবারে ফালতু এবং জঘন্য। ভালো ছবি সবসময় কাজ করে। গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি এবং ভুল ভুলাইয়া ২ অনেক টাকার ব্যবসা করেছিল। আমরা যুগ যুগ জিওর ক্ষেত্রেও ভালো টাকা আয় করেছি। যে ছবিগুলি ভালো নয়, সেগুলি কখনও ভালো ব্যবসা করেনি এবং করবেও না’। করণের এই কথা শোনার পর দর্শকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি করণ ঘুরিয়ে ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘শামশেরা’র মতো সাম্প্রতিক অতীতে ফ্লপ হওয়া সিনেমাগুলিকেই ‘ফালতু’ বললেন?

Ranbir Kapoor in Shamshera

তবে করণ যাই বলুন না কেন, সাউথের সিনেমা এবং বলিউডের ‘হিট’ সিনেমার বক্স অফিস কালেকশন যদি বিচার করা হয়, তাহলে কিন্তু অন্য কথাই মনে হবে। কারণ ‘যুগ যুগ জিও’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ যথাক্রমে ৮৪ কোটি, ১৮০ কোটি এবং ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে। অপরদিকে সাউথের ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ১১০০ কোটি টাকার বেশি আয় করেছে এবং ‘বিক্রম’, ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ৩৫০ কোটি টাকার বেশি ঘরে তুলেছে।

KGF Chapter 2

তবে এতদিন পর্যন্ত বলিউডের পারফরম্যান্স যেমনই হোক না কেন, এবার বলিউড বক্স অফিসে ঝড় তুলবে বলেই মত করণের। একের পর এক সুপারস্টারের সিনেমা আসতে চলেছে। করণের মতে, ‘এখন আমাদের অনেক বড় সিনেমাগুলি আসতে চলেছে। লাল সিং চাড্ডা, রক্ষা বন্ধন, ব্রহ্মাস্ত্র, রোহিত শেট্টির ছবি এবং বছরের শেষে সলমন খানের সিনেমা। অনেক কিছু আছে দেখার মতো। আমাদের কাছে ভালোবাসা রয়েছেই। শুধু দরকার ভালো কনটেন্ট’।

করণের আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, তিনি এই মুহূর্তে ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’ ছবির পরিচালনা করছেন। মুখ্য চরিত্রে রয়েছে রণবীর সিং এবং আলিয়া ভাট। এছাড়াও সিনেমায় দেখা যাবে, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনকে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।