• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় পর্দায় ফিরছে রাহুল অঞ্জলি ম্যাজিক! ‘কুছ কুছ হোতা হ্যায়’ ভক্তদের সুখবর দিলেন করণ জোহর 

‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch hota hai)নামটা শুনলেই নব্বই দশকের ছেলেমেয়েদের হুড়মুড়িয়ে মনে পড়ে যায় অসংখ্য পুরনো স্মৃতি। এই প্রজন্মের ছেলেমেয়েদের না জানি কত রবিবার কেটেছে টিভির পর্দায় এই সিনেমা দেখে। কেউ কেউ তো এতবার এই সিনেমা দেখে ফেলেছেন যে এই সিনেমার প্রতিটি সংলাপ থেকে শুরু করে গান সব কিছুই একেবারে জলের মতো মুখস্থ সিনেমাপ্রেমীদের।  দু দশকের পুরনো এই সিনেমা মুক্তির পরেই বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমার তকমা পেয়েছিল।

১৯৯৮ সালে এই সিনেমা দিয়েই  সিনেমা পরিচালনায় হাতে খড়ি হয়েছিল করণ জোহরের (Karan Johar)। তবে মুক্তির পর দু-দশক পেরিয়ে আজও দর্শকদের মনে অব্যাহত ‘কুছ কুছ হোতা হ্যায়’ -এর রাহুল -অঞ্জলি ম্যাজিক।  তাই সিনেমার পর্দা থেকে কখন যেন দর্শকদের বাস্তব জীবনেরও অংশ হয়ে উঠেছে পর্দার রাহুল অঞ্জলি। ৯০ এর দশকের কলেজ জীবনের  কাহিনী নিয়ে তৈরী এই রোমান্টিক ছবি আজও ভারতীয় চলচিত্রের ইতিহাসে অন্যতম সেরা সিনেমা বলেই বিবেচিত হয়।

   

করণ জোহর,Karan Johar,কুছ কুছ হোতা হ্যায়,Kuch Kuch hota hai,আলিয়া ভাট,Alia Bhatt,রণবীর সিং,Ranveer Singh,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,রিমেক,Remake

এবার এই সিনেমাকে ২০২২ সালের আঙ্গিকে দেখলে কেমন হবে? তাই এবার ফের একবার রুপোলি পর্দায় এই সুপারহিট সিনেমার রিমেক (Remake) তৈরি করতে চলেছেন পরিচালক করণ জোহার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটাই খোলসা করে জানিয়েছেন পরিচালক নিজেই। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দারুন উচ্ছসিত KKHH ভক্তরা। তাহলে এবার কে হচ্ছেন রাহুল অঞ্জলি,টিনার চরিত্রেই বা কাকে দেখা যাবে? তা জানতেই ব্যাপক আগ্রহী অনুরাগীরা।

করণ জোহর,Karan Johar,কুছ কুছ হোতা হ্যায়,Kuch Kuch hota hai,আলিয়া ভাট,Alia Bhatt,রণবীর সিং,Ranveer Singh,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,রিমেক,Remake

যান যাচ্ছে  চমক থাকছে এই সিনেমার কাস্টিংয়েও। পরিচালক-প্রযোজক করণ জোহর জানিয়েছেন নতুন সিনেমায় অঞ্জলি অর্থাৎ কাজলের চরিত্রে থাকবেন কারণের নয়নের মনি আলিয়া ভাট (Alia Bhatt)। আর শাহরুখ অভিনীত রাহুলের চরিত্রে থাকছেন রণবীর সিং (Ranveer Singh),আর রানী মুখার্জী অভিনীত টিনা চরিত্রের জন্য করণের পছন্দ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)।

করণ জোহর,Karan Johar,কুছ কুছ হোতা হ্যায়,Kuch Kuch hota hai,আলিয়া ভাট,Alia Bhatt,রণবীর সিং,Ranveer Singh,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,রিমেক,Remake

তবে কবে থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’ শুটিং শুরু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানাননি পরিচালক প্রযোজক কারণ জোহার। ‘এ দিল হে মুশকিল’ মুক্তির ৫ বছর পর নতুন সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ নিয়ে পরিচালনায় ফিরছেন কারণ। সম্প্রতি প্রায় শেষের পথে এই সিনেমার শুটিং। এছাড়াও এই সিনেমার পরেই কারণের হাতে রয়েছে তার প্রযোজিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাছাড়াও পাইপলাইনে রয়েছে ‘লিগার’, ‘মিস্টার এন্ড মিসেস মাহি’, ‘সেলফি’ এবং ‘বেধাড়াক’ -এর মতো সিনেমা।

site