• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্লেনের বাথরুমে নোংরামি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলাম! নিজেই নিজের কীর্তি ফাঁস করলেন করণ

Published on:

Karan Johar revealed he tried to make out with his partner in a bathroom of a plane

বলিউডের নামী ব্যক্তিত্বদের তালিকা যদি প্রস্তুত করা হয়, সেখানে নিঃসন্দেহে নাম থাকবে করণ জোহরের (Karan Johar)। বলিপাড়ার এই নামী পরিচালক, প্রযোজক নিজের কাজের সৌজন্যে এবং নিজের বিতর্কিত মন্তব্যের কারণে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন। সম্প্রতি যেমন নিজের সম্বন্ধেই একটি বিতর্কিত মন্তব্য করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন করণ।

ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধার সম্প্রতি নিজের যে কীর্তি ফাঁস করেছেন, তা শুনে একেবারে চোখ কপালে উঠেছে দর্শকদের। তিনি কীভাবে এমন কাজ করতে পারলেন? নেটিজেনদের একাংশ তুলেছেন এই প্রশ্নও। আসলে সম্প্রতি করণ জানিয়েছেন, তিনি নাকি একবার প্লেনের (Plane) বাথরুমে নিজের পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত (Make out) হতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন!

Karan Johar

নিজের শো ‘কফি উইথ করণ’এর মঞ্চেই একথা বলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কিভি খুশি কভি গম’এর পরিচালক। সম্প্রতি করণের শোয়ে অতিথি হিসেবে গিয়েছিলেন টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন। সেখানেই টাইগারের এক কথার প্রেক্ষিতে একথা ফাঁস করেন করণ।

‘কফি উইথ করণ’এর একটি খেলার সময় করণ টাইগারকে জিজ্ঞেস করেন, ‘সবচেয়ে অদ্ভুভ কোন জায়গায় তুমি মেক আউট করেছ?’ জবাবে জ্যাকি শ্রফের পুত্র বলেন, ‘হাওয়ায়… তবে আমার মতে, এটি অদ্ভুত ছিল না, তবে বেশ উত্তেজক ছিল’।

Tiger Shroff in Koffee With Karan

টাইগারের জবাব শোনা মাত্রই করণও নিজের জীবনের এক গোপন কীর্তি ফাঁস করেন। বলিউডের এই নামী পরিচালক জানান, তিনিও একবার প্লেনের বাথরুমে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পরে যান। তাই সেই চেষ্টা সফল হয়নি।

Karan Johar in Koffee With Karan

করণ টাইগারের উত্তরের পরিপ্রেক্ষিতে বলেন, ‘ওহ! মাইল হাই ক্লাব! তুমিও এর সদস্য? আমি জানি না লোকে এটা কেমন করে করেন, আমি শোয়ের পর এই বিষয়ে কথা বলব। আমিও একবার এমন কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বাথরুমটা খুব বেশি বড় ছিল না। দুর্ভাগ্যবশত প্রায় হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলাম। এরপর সেই পরিস্থিতি খানিকটা খারাপ হয়ে গিয়েছিল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥