• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখেই বেস্ট ফ্রেন্ড! বাকিদের বললেও বিয়েতেই ডাকলই না ভিকি-ক্যাটরিনা, ক্ষোভ উগড়ে দিলেন করণ জোহর

Published on:

Karan Johar talks about not being invited on Vicky Kaushal and Katrina Kaif’s wedding

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ গাঁটছড়া (Vicky Kaushal Katrina Kaif wedding) বেঁধেছেন বেশ কয়েক মাস হয়ে গেল। গত বছরের শেষের দিকে পরিণয় সূত্রে বাঁধা পড়েছিলেন দু’জনে। এখন চুটিয়ে সংসার করছেন তাঁরা। তবে এবার ‘কফি উইথ করণ’এর মঞ্চে বলিপাড়ার এই তারকা জুটির বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন সঞ্চালক করণ জোহর (Karan Johar)।

দেখতে দেখতে শেষ এপিসোড এসে গিয়েছে ‘কফি উইথ করণ সিজন ৭’এর। শেষ এপিসোডে অতিথি হিসেবে দেখা যাবে সোশ্যাল মিডিয়া সেনশেসন তন্ময় ভাট, কুশা কপিলা, নিহারিকা এনএম এবং দানিশ সেইটকে। করণের শোয়ে বসে করণকেই ‘গ্রিল’ করতে দেখা যাবে তাঁদের।

Koffee With Karan season 7 last episode

‘কফি উইথ করণ’এর এই শেষ এপিসোডেই করণ জানাবেন কোনও তারকার বিয়েতেই নিমন্ত্রণ করা হয় না। আর সেই কারণেই তিনি এই বিষয়ে অভিযোগ জানিয়েই যাবেন। এই বিষয়ে কথা বলতে বলতেই করণ জানান, ‘বন্ধু’ ভিকি এবং ক্যাটও তাঁদের বিয়েতে নিমন্ত্রণ করেননি।

করণ বলেন, ‘যখন ভিকি এবং ক্যাটরিনার বিয়ে হচ্ছিল আমার জন্য সেই সময় খুবই লজ্জাজনক হয়ে গিয়েছিল। এমন একটা সময় এসেছিল যখন প্রত্যেকে বলছিলেন, কেন তুমি আমায় ওঁদের ব্যাপারে বলোনি? তুমি বিয়েতে রয়েছ, কিন্তু তাও বলোনি! আমায় যে নিমন্ত্রণ করা হয়নি এটা স্বীকার করা খুবই লজ্জার হয়ে দাঁড়িয়েছিল। আর বিয়ের পর প্রত্যেকে সান্তনা দিতে এসে  গিয়েছিলেন। প্রত্যেকে বলছিলেন তোমায় কেন ডাকেনি? তোমাদের মধ্যে সব কিছু ঠিক আছে তো?’

Vicky kaushal and Katrina kaif wedding

তবে এরপর অবশ্য করণ জানান, তিনি যখন জানতে পেরেছিলেন যে শুধু তাঁকেই নয় বরং অনুরাগ কাশ্যপকেও বিয়েতে ডাকা হয়নি তখন একটু শান্তি পেয়েছিলেন। কারণ ভিকি এবং অনুরাগের সম্পর্ক দুর্দান্ত। অনুরাগ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’এর সহ পরিচালক ছিলেন ভিকি। এরপর অভিনেতা হিসেবে ‘রমন রাঘব ২.০’ এবং ‘মনমর্জিয়া’তেও একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে।

Karan Johar in Koffee With Karan

শুধু এটুকুই নয়, ভিকি বহুবার প্রকাশ্যে অনুরাগকে নিজের ‘মেন্টর’ বলেও জানিয়েছেন। সব মিলিয়ে ভিকির কেরিয়ারে অনুরাগের বেশ অনেকখানিই অবদান রয়েছে। আর সেই অনুরাগকেও না ডাকার কথা জানতে পারায় করণ খানিক শান্তি পেয়েছিলেন। করণের কথায়, ‘আমি যখন জানতে পেরেছিলাম অনুরাগ কাশ্যপকেও ভিকি-ক্যাটের বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি, আমি একটু শান্তি পেয়েছিলাম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥