• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী নয় একজনের স্ত্রীর পরিচয়ে বাঁচছেন করণ জোহার! সোশ্যাল মিডিয়ায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য

Published on:

সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর পর থেকেই বারংবার শিরোনামে নাম উঠে এসেছে বলি পরিচালক করণ জোহারের (karan johar)। তারপর থেকেই নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন পরিচালক। তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। তার কারণ অবশ্য পরিচালক নিজেই। নিজের সেক্সুয়ালিটি, সারোগেসির মাধ্যমে দুই ছেলেমেয়ের বাবা হওয়া এসবই প্রকাশ্যে এনেছেন তিনি নিজেই।

কিন্তু নিজের বিয়ের বিষয়ে কোনোদিনই মুখ খোলেননি করণ জোহার। কিন্তু সম্প্রতি করণকে স্ত্রী বলে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক নেটিজেন। আর তারপর থেকেই শুরু হয় জোর জল্পনা। শুরু হয়েছে হাসির রোলও। পরে জানা গেল, সম্প্রতি নেটফ্লিক্সে একটি রিয়েলিটি শো শুরু হয়েছে যার নাম ‘ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’।

https://twitter.com/karanjohar/status/1333107858091569152?ref

এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন বলি অভিনেতাদের বউদের জীবন যাপন, চর্চা ও চর্যা দেখানো হয়েছে। শোনা যাচ্ছে, আগামী কয়েক পর্বে সেখানে দেখা যেতে চলেছে পরিচালককেও। আর সেই প্রসঙ্গ টেনে এনেই এক নেটিজেন ট্যুইটারে লিখেছেন, “আমার মনে হয় আমাদের সকলেরই একথা স্বীকার করে নেওয়া উচিৎ যে, আমাদের সকলের পছন্দের (তারকাদের) স্ত্রী হলেন পরিচালক করণ জোহার”।

যদিও এই ট্যুইট পড়ে হাসতে হাসতে লুটোপুটি খেয়েছেন পরিচালক। এই ট্রোলকে বেশ মজারছলেই নিয়েছেন পরিচালক। এমনকি নেটফ্লিক্সের শো-য়ের এই ট্রেলারটিও ভারী মনে ধরেছে করণের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥