• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রাধা’ গানে লেহেঙ্গা পরে কোমর দোলালেন করণ জোহার! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড়

Published on:

সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) মৃত্যুর পর থেকেই বারংবার শিরোনামে নাম উঠে এসেছে বলিউড (Bollywood) পরিচালক করণ জোহার-এর (Karan johar)। তারপর থেকে বারংবার নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন পরিচালক। তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। তার কারণ অবশ্য পরিচালক নিজেই।

২০১৯ -এ করণ জোহারের বাড়ির পার্টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে NCB। উল্লেখ্য সেই পার্টিতে অসংখ্য বলি তারকাদের মাদকাসক্ত অবস্থায় দেখা গিয়েছিল। নেপোটিজম তীরে বারবার বিদ্ধ হয়েছেন করণ। বিশেষত আলিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নেটপাড়ায় উঠেছিল ট্রোলের ঝড়।

karan johar

ফের ট্রোল হয়েছেন করণ জোহার। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আলিয়া ভাট অভিনীত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির রাধা গানে আলিয়ার মুখের উপর বসানো হয়েছে করণের মুখ। ফলত ভিডিওতে দেখা যাচ্ছে, রাধা তেরি চুনরি গানটিতে লাহেঙ্গা পরে বরুনের সাথে নাচছেন করণ জোহার।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood (@triggeredbolly)

এই ভিডিও ভাইরাল হতেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটবাসী৷ ফেসঅ্যাপ বলে একটি সফটওয়্যারের কারসাজিতে এই পুরো কীর্তি ঘটানো হয়েছে। ভিডিও শেয়ার হওয়া মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥