বলিউড (Bollywood) এমন একটা নাম যেটা সারাদিনে একবার অন্তত আমাদের সাথে মিশে যায়। হয় সিনেমা নয়তো পছন্দের অভিনেতা অভিনেত্রী বা পছন্দের গান। বিনোদন হলেও জীবনের অন্যের মধ্যেই একটা হয়ে গিয়েছে বলিউড। বলিউড ইন্ডাস্ট্রিতে নেপোটিজম বিতর্কও কারোর কাছে অজানা নয়, বহুবার নেপোটিজম নিয়ে বহু বিতর্ক হয়েছে। বিখ্যাত পরিচালক তথা প্রযোজক করণ জোহরকে (Karan Johar) রীতিমত নেপোটিজম কিংয়ের তকমা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছে যোগ্যতা ও দক্ষতা থাকলেও নেপোটিজমের জন্য কাজ দেননি অনেককেই।
বাবা মা তারকা হলে সহজেই জোটে কাজ, এদিকে সেটা না হলেই সম্যসায় পড়তে হয় নবাগত তারকাদের। তবে নেপোটিজম থাকলেও এমন অনেক তারকারা রয়েছেন যারা নিজেদের প্রমাণ করে সফলতার শিখরে পৌঁছে গিয়েছেন। বলিউডের রণবীর সিং (Ranveer Singh) তাদের মধ্যেই অন্যতম। অভিনয়ের জেরেই আজ ব্যাপক জনপ্রিয়তা থেকে কোটি কোটি টাকার সম্পত্তি মালিক তিনি।
সম্প্রতি এক ফটোশুটের কারণে সোশ্যাল মিডিয়াতে তুমুল চর্চায় চলে এসেছেন রণবীর সিং। হ্যাঁ ঠিকই ধরেছেন নগ্ন ফটোশুটের দৌলতে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে চর্চা বা সমালোচনা তুঙ্গে। তবে নিজের অভিনয়ে কিন্ত একঘর রণবীর সিং। যে ছবিতেই অভিনয় করেছেন দর্শকদের মন জিতে নিয়েছেন। কিন্তু জানেন কি শুরুতে এমন একজন অভিনেতাকেও প্রত্যাখানের শিকার হতে হয়েছিল।
আগেই বলেছি বলিউডে নেপোটিজম নিয়ে যথেষ্ট বদনাম রয়েছে। রণবীরের ক্ষেত্রেও অন্যথা হয়নি, কেরিয়ারের শুরুতেই প্রশ্ন চিহ্নের মুখে পড়েছিলেন অভিনেতা। তার চেহারা থেকে যোগ্যতা নিয়ে উঠেছিল প্রশ্ন। বিখ্যাত প্রযোজক তথা পরিচালক করণ জোহর রণবীরকে দেখে ভেবেছিলেন এই ছেলে বলিউডে নিজেকে প্রমাণ করতে পারবে না।
তবে রণবীর সম্পর্কে যে তাঁর ধারণা একেবারেই ভুল ছিল সেটা সবার কাছে জলের মত পরিষ্কার। করণ জোহার নিজেই অতীতের এই কথা এক শোতে এসে স্বীকার করেছিলেন। পরিচালক জানান, রণবীরকে নায়ক হওয়ার যোগ্য বলে মনে করতাম না! ১০ বছর আগে যখন প্রথম আলাপ হয় তখ দেখে অতিসাধারণ বলেই মনে হয়েছিল। নায়ক হওয়ার যোগ্যতা নেই বলেই মনে হয়েছিল। কিন্তু পরে যখন অভিনয় দেখি তখন থ হয়ে গিয়েছিলাম।
তবে অতীতের ধারণা বর্তমানে একেবারেই পাল্টে গিয়েছে। এখন প্রযোজক তথা পরিচালকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকেন রণবীর। তাই এখন করণের মন্তব্য, সুঠাম চেহারা আর সুন্দর মুখশ্রী থাকলে সেটা তারকাদের জন্য বোনাস ঠিকই, তবে অভিনয় না জানলে কারোরই কোনো যোগ্যতা থাকে না ইন্ডাস্ট্রিতে। কারণ দিনের শেষে দর্শকরা অভিনয়টা দেখে, সেটার ওপরেই নির্ভর করে ছবি সুপারহিট বা সুপার ফ্লপ হওয়া।
প্রসঙ্গত, রণবীর সিং কোনো ষ্টার কিড নন, যার জেরেই তাকে নেপোটিজমের শিকার হতে হয়েছিল বলে ধারণা নেটিজেনদের। তবে অভিনয়ের দক্ষতার জোরে যে বাকিদের ভিড়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন রণবীর সিং সেটা সম্পর্কে কোনো দ্বিমত নেই। বর্তমানে বলিউডের দৌলতে কোটি কোটি টাকা রোগজার করেন অভিনেতা। সাথে সুন্দরী দীপিকা পাডুকোনকে বিয়ে করে সুখের সংসার করছেন তিনি।