সারা দেশ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সাথে লড়াই করে চলেছে। কোথাও অক্সিজেন নেই টি কোথাও বেডের অভাব। দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন তো কোথাও আংশিক লকডাউন চলছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে করা নিয়মকানুন আনা হয়েছে। জমায়েতের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু এতকিছুর মাঝেও সেলিব্রেশন কি আর থেমে থাকে! তাও আবার সেলিব্রেশন যদি হয় বিখ্যাত বলিউডের পরিচালক করণ জোহরের (Karan Johar) জন্মদিনের পার্টি।
হ্যাঁ ঠিকই ধরেছেন আগামীকাল অর্থাৎ ২৫শে মে করণ জোহরের জন্মদিন। আর সেই উপলক্ষেই দুদিন ব্যাপি মুম্বাইয়ের আলীবাগে এলাহী আয়োজন হচ্ছে জন্মদিনের পার্টি তথা সেলেব্রেশনের। ২৪যেখানে করোনা সংক্ৰমণ মাত্রা ছাড়াচ্ছে, লকডাউনে প্রয়োজন ছাড়া বেরোতে মানা করা হচ্ছে বাড়ি থেকে। সেখানে বান্দ্রার বাড়ির বদলে আলীবাগে হচ্ছে ব্যাপক আয়োজন।
শুধু তাই নয় বলিউডের পরিচালক বলে কথা, তাই পার্টি একেবারে চাঁদের হাট। থাকছে বলিউডের একঝাঁক তারকারাও। ইতিমধ্যেই আমন্ত্রিতদের নাম জানা গিয়েছে। লম্বা তালিকায় নাম রয়েছে বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma), রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone),রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান (Gauri Khan) থেকে শুরু করে আরো অনেকেরই।
আমন্ত্রিত তারকাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই নিমন্ত্রণ পত্র চলেও গিয়েছিল। কিন্তু দুদিনব্যাপী এই এলাহী পার্টিতে অনুপস্থিত রণবীর-দীপিকা, করিনা-সইফ, রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া এবং অনুষ্কা শর্মা-বিরাট কোহলি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন এই তারকারা! এই প্রশ্ন ঘুরছে অনেকের মাথায়। কারিনা ও অনুষ্কা মা হয়েছেন হয়তো সেই কারণে কোনো রিস্ক নিতে চাইছেন না। কিন্তু বাকিরা? এদিকে রণবীর সিং ও অনুষ্কা একসময় একত্রে কাজ করে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তাদের একত্রে দেখা যায়না বললেই চলে।
এমনটা নয় তো যে সাক্ষাৎ করতেই চান না রণবীর সিং ও অনুষ্কা। যদিও করোনা মহামারীর কারণেও সাবধানতা অবলম্বনের কারণে পার্টিতে না যাবার সিদ্ধান্ত নিতেই পারেন তারা। কারণ বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমান বাড়ছিল। যদিও বর্তমান সেই পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে।