• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিমুলের সাথে শারীরিক অত্যাচার করে পরাগ! বাস্তবে জীবনে অভিনেতা আসলে কেমন? ফাঁস সিক্রেট

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের নায়ক পরাগ (Porag) এখন দর্শকদের কাছে খলনায়ক।  তাকে দেখলেই রীতিমতো গাল পড়তে শুরু করেন দর্শক। ধারাবাহিকে তাঁর নায়িকা শিমুলকে দেখে শুনেই নিজের পছন্দে বিয়ে করেছে পরাগ।

কিন্তু বিয়ের পর থেকেই নতুন বউয়ের ওপরে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে চলেছে সে। যা রীতিমতো অন্যায়। পর্দায় পরাগ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোন মুখার্জী (Drronn Mukherjee)। তিনি তার নিখুঁত অভিনয় দিয়ে চরিত্রটিকে পর্দায় এতটাই জীবন্ত করে তুলেছেন যে দর্শকদের মনে পরাগকে নিয়ে যত ক্ষোভ রয়েছে তা অভিনেতার ওপরেই  উগড়ে দিতে থাকেন।

   

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

সম্প্রতি পর্দার পরাগ নিজের মায়ের সাথেই এসেছিলেন জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান-এর (Didi No 1) মঞ্চে। সেখানেই এদিন অভিনেতা জানিয়েছেন তিনি বিবাহিত এবং তাঁরও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। অভিনেতার মুখে একথা শোনা মাত্রই সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় বলে ওঠেন ‘তার মানে নিজের জীবনটাও ‘কার কাছে কই মনের কথা’র মতো।’

একথা শুনে দমফাটা  হাসিতে ফেটে পড়েন মঞ্চে উপস্থিত অন্যান্য প্রতিযোগীরা। প্রসঙ্গত এদিন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে পরাগ ছাড়াও হাজির ছিল তাঁর পর্দার ভাই পলাশ অভিনেতা সৌনক এবং তার পর্দার শালা চরিত্রের অভিনেতা। এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে অভিনেতা জানান তাঁর বাস্তবের স্ত্রী আসলে তাঁর মায়ের ছাত্রী ছিলেন।

প্রসঙ্গত কার কাছে মনের কথা শুরু হওয়ার পর এক সাক্ষাৎকারে দর্শকদের সমালোচনা প্রসঙ্গে দ্রোন বলেছিলেন ‘দর্শকরা আমার কাজ নিয়ে সমালোচনা করতেই পারে। সেটা তো শিল্পী হিসেবে সবসময়ই কাম্য। কিন্তু তাঁদেরও বুঝতে হবে ওটা একটা চরিত্র। বাস্তবে আমি ওরকম না-ও হতে পারি। কোনও চরিত্র দেখে কোনও শিল্পীকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। তখন মাঝেমাঝে একটু রাগ হয় বৈকি।’

site