• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিধবা মেয়ে মানুষের দিকে কুনজর! অসুরের মুখে আচ্ছা করে ঝামা ঘষল, শিমুলের শ্বাশুড়ি মধুবালা

Published on:

Kar Kache Koi Moner Kotha fame Madhubala vs Asur funny video

এই মুহুর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)।’ এই ধারাবাহিকের একেবারে শুরু থেকেই শিরোনামে রয়েছেন এই সিরিয়ালের নায়িকা শিমুলের (Shimul) শাশুড়ি মধুবালা (Madhubala)। ধারাবাহিকে এই মধুবালা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রীতা  দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)।

ধারাবাহিকের শুরুর দিকে বৌমা শিমুলের ওপর কম অত্যাচার করেননি তিনি। যদিও সিরিয়ালের প্লট অনুযায়ী মধুমালার এমন ব্যবহারের পিছনেও রয়েছে যথেষ্ট কারণ। অতীতে তিনি যখন নিজেও বাড়ির বউ ছিলেন তখন তাকেও এই ধরনের অপমান,অত্যাচার  সহ্য করতে হয়েছিল। নিজের অতীতের সেই তিক্ততা থেকে তিনিও নিজের ছেলের বউয়ের সাথে এমন আচরণ করেছেন।

Kar Kache Koi Moner Kotha fame Madhubala vs Asur funny video

যদিও সিরিয়ালের এখন শিমুলের এই শাশুড়ির মধুবালার মধ্যেই এসেছে এক আমূল পরিবর্তন। বিশেষ তীর্থযাত্রায় যাওয়ার সময়তার ছেলেরা টাকা না দিয়ে যখন তার থেকে মুখ ফুরিয়ে নিয়েছিল সেই সময় নিজের গয়না বন্দক রেখে তাকে তীর্থযাত্রা করার টাকা জোগাড় করে দিয়েছিল শিমুল।

কিন্তু যতই হোক নিজের ছেলে বলে কথা, তাই এই সিরিয়ালে সদ্য দেখা গিয়েছে বাড়িতে পুলিশের সামনে ছেলেদের বিরুদ্ধে একটা কথাও বলেনি মধুবালা।সম্প্রতি ধারাবাহিকের এই জনপ্রিয় খলনায়িকার সাথে তুমুল বাকযুদ্ধ করতে দেখা গেল মহালয়ার এক অসুরকে (Asur)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,শিমুল,Shimul,মধুবালা,Madhubala,রীতা দত্ত চক্রবর্তী,Rita Dutta Chakraborty,অসুর,Asur,মজার ভিডিও,Funny Video,ভাইরাল,Viral

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জী বাংলার মধুবালা জেঠি ভার্সেস স্টার জলসার অসুরের বাকযুদ্ধ। একবার মধুবালা জেঠির সংলাপ তো আরেকবার অসুরের সংলাপ।

এডিট করে দুজনের সংলাপ খুব সুন্দর ভাবে সাজিয়ে  একটি ভিডিও তৈরি করে সাজানো হয়েছে। যা দেখে আর হাসি চেপে রাখতে পারেননি দর্শকদের একটা বড় অংশও। এদিন সোশ্যাল মিডিয়ায় শিমুলের শ্বাশুড়ির ওই মজার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥