• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন কপিল শর্মা!

Published on:

Kapil Sharma কপিল শর্মা

সবসময়ই হাসিতামাশার মাঝেই থাকেন যিনি, তিনি যে কোনো বিশেষ সময়ের ‘উইশ’টাও মজার ভঙ্গিতেই করবেন, তা বলাই বাহুল্য। কপিল শর্মা নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী গিনি চাতরাথকে শুভেচ্ছা জানালেও তার ধরণ দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা।

শনিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে কপিল লেখেন, “গিনি, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেও কাজ করছি বলে আমাকে ক্ষমা করে দিও। তবে উপহার দিতে গেলে তো কাজও করতে হবে।” তবে ক্ষমা চাওয়ার পাশাপাশি কপিল এও নিশ্চিত করেন যে, “ভালোবাসি তোমাকে, সন্ধ্যায় দেখা হচ্ছে।” খ্যাতনামা ক্রিকেটার হরভজন সিং কপিলের নীল কোটের প্রশংসা করেন, আবার নেহা কক্কর কপিলকে ‘ভাইয়া’ সম্বোধন করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন।

২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় নিজের বিবাহের সিদ্ধান্ত সকলের সামনে আনেন কপিল। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গিনি চাতরাথকে বিয়ে করেন কপিল। ২০১৯-এর ১০ই ডিসেম্বর তাঁদের কন্যাসন্তান আনায়রা শর্মার জন্ম হয়। সেইসময় থেকেই শর্মা পরিবারের খুশি দ্বিগুণ হয়ে গেছে।

করোনার কারণে ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ করলেও জুলাই মাসে পুনরায় ঢিমে গতিতে শ্যুটিংয়ের কাজ শুরু করেন কপিল। কোভিডবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শকহীন অবস্থাতেই শ্যুটিং চলে। দীর্ঘদিন সম্প্রচার বন্ধ থাকার পর ১লা আগস্ট থেকে পুনরায় টিভিতে আসে কপিল শর্মার অনুষ্ঠান, প্রথম অতিথি হিসেবে সেটে আসেন সোনু সুড। সবচেয়ে মজার বিষয়, সেটের পুরোনো মেজাজ বজায় রাখতে অর্চনা পুরন সিংয়ের চেয়ারের পিছনে দর্শকদের কাট-আউট রাখা হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥