বড়ে আচ্ছে লাগতে হ্যাঁয়, কপিল শর্মার শো, জামাই রাজার মতো বিখ্যাত সব শোয়ের জন্য পরিচিত অভিনেত্রী সুমনা দাস। একসময়ের সফল এই অভিনেত্রী বর্তমানে সম্পূর্ণ বেকার। কখনো মঞ্জু কখনোবা সরলা আবার কখনো ভুরি সেজে দর্শকদের হাসিয়েছেন অভিনেত্রী। তবে প্রবাসী এই ‘বং গার্ল’ এর জীবন এখন তুমুল সঙ্কটে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সুমনা জানান, এন্ডোমেট্রিওসিসের মতোন রোগ বাসা বেঁধেছে তার শরীরে।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় ধূসর রঙের ট্যাঙ্ক টপ পরা একটি ছবি শেয়ার করে সুমনা জানান, ২০১১ সালে তার রোগ চতুর্থ পর্যায়ে চলে যায়। ১০ বছর ধরে তার জরায়ুতে এই রোগ বাসা বেঁধেছে। কেবল ভালো খাদ্যাভ্যাস, শরীর চর্চা, জিমের মাধ্যমে কোনোরকমে টিকে আছেন অভিনেত্রী।
তিনি আরও বলেন, “আজ আমি ওয়ার্ক আউট করে খানিকটা সুস্থ বোধ করছি। তবে আমি আজ কিছু ফিলিংস শেয়ার করে নিতে চাই, আপনাদের দুঃখ দিয়ে থাকলে মাফ করবেন। আসলে যেকোনো কিছু চকচক করলেই তা সোনা হয়না। আমরা সকলেই আমাদের জীবনে কিছু না কিছু নিয়ে লড়াই করছি। আমরা ক্ষতি, বেদনা, শোক, মানসিক চাপ, ঘৃণা দ্বারা ঘিরে রয়েছি ,তবে আপনার যা দরকার তা হল ভালবাসা, প্রতিযোগিতা এবং দয়া। তবে আমরা এই ঝড়ের মধ্য দিয়ে যাত্রা করব। ”
অসহায়তার কারণেই এই পোস্ট করতে বাধ্য হন বলে জানান সুমনা। কয়েক দশক ধরে অভিনয় করার পর আজ তিনি কর্মহীন। আক্ষেপ ঝরে পড়েছে অভিনেত্রীর পোস্টে। সুমনা লিখেছেন, ‘আমি হয়তো কর্মহীন কিন্তু তাও নিজের এবং পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছি। এটাই আমার কাছে অনেক’। সুমনার এই কঠিন সময় তাঁকে সাহস জোগাচ্ছেন নেটাগরিকরা।