• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতী সিংয়ের পরে এবার আপনার পালা! নেটিজনের আক্রমনের পর অবশেষে মুখ খুললেন কপিল শর্মা

Published on:

Kapil Sharma

জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী (Bharati Singh )ও তার স্বামী হর্ষকে (Haarsh Limbachiyaa )মাদক মামলায় গ্রেফতার করেছে এনসিবি। ভারতীর মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি করে গাঁজা উদ্ধার করেছেন এনসিবি (NCB) আধিকারিকরা। এরপর জেরায় ভারতী মাদক সেবনের কথা স্বীকারও করেছেন। ভারতী সিং বেশ জনপ্রিয় একজন কৌতুক অভিনেত্রী। কপিল শর্মার (Kapil Sharma) শো ‘দি কপিল শর্মা শো’ তে দীর্ঘদিন অভিনয় করেছেন ভারতী। ভারতী ও তার স্বামী মাদক মামলায় গ্রেফতার হবার পর থেকে ভারতীর যাদের সাথে কাজ করেন বা ভারতী ঘনিষ্ঠ ব্যক্তিদের দিকেও সন্দেহের তীর যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

ভারতীর দীর্ঘদিনের সহকর্মী কপিল শর্মাকে নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে ট্রোল শুরু হয়েছে। এক টুইটার ব্যবহারকারী কপিল শর্মাকে উদ্দেশ্য করে  করেচেন। পোস্টে তিনি লিখেছেন ‘ভারতীর কি হল? মাদক চক্রে ধরা পড়ার আগে পর্যন্ত বলত আমি ওসব খাই না।’ নেটিজেনদের এহেন মন্তব্যে কপিল শর্মা চুপ থাকেন নি। তিনি এই পোস্টার জবাবে যদি শেমিং করে ওই টুইটার ব্যবহারকারীকে বলেছেন, আগে নিজের সাইজের টিশার্ট বানা মোটা।’ যদিও পরে টুইটটি মুছে দিয়েওয়া হয়েছে।

ভাড়াতি সিংয়ের গ্রেফতারির পর কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব এবিষয়ে মন্তব্য করেছেন। রাজুজি ভাড়াটির বিয়েতেও গিয়েছিলেন। কিন্তু তাকে দেখে কোনোদিনই বুঝতে পারেননি যে ভাড়াটি এই ধরনের মাদক নিতে পারে। তিনি বলেছেন আমি সর্বদাই ভাবতাম এরা এভাবে একটানা এতটা কাজ কিভাবে করতে পারে! তবে, এখন সবটাই স্পষ্ট হয়ে যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥