ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো বলতেই প্রথমে আসে কৌতুক অভিনেতা কপিল শর্মার (Kapil Sharma) দ্য কপিল শর্মা শো। প্রতি সপ্তাহেই দমফাটা হাসির ফোয়ারা নিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে দ্য কপিল শর্মা শো নিয়ে হাজির হন এই কৌতুক অভিনেতা।আজকের দিনে সাফল্যের চরম শিখরে থাকলেও রাতারাতি এই সাফল্য পাননি কপিল।
রীতিমতো কাঠখড় পুড়িয়ে আজকের এই জায়গায় পৌঁছেছেন এই কমেডি কিং। এক সময় জনপ্রিয় কমেডি শোতে প্রতিযোগি হিসাবে অংশ নিয়েছিলেন কপিল। পরে নিজের দক্ষতায় সেই শো ছেড়ে এসে নিজেই আলাদা শো করতে শুরু করেন কপিল। যা রাতারাতি পায় বিপুল জনপ্রিয়তা। নিজের কেরিয়ারে ইতিপূর্বে একাধিকবার নানান বিষয়ে বিতর্কের মুখে পড়েছেন কপিল।
ইতিপূর্বে কপিলের শোয়ের এককালের জনপ্রিয় অভিনেতা সুনীল গ্রোভারের (Sunil Grover) সাথে সম্পর্ক নষ্ট হয়েছে কপিলের। এরইমধ্যে কানাঘুঁষো শোনা যাচ্ছে শোয়ের কৌতুক অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের (Krushna Abhishek) সাথেও রেষারেষিতে জড়িয়ে পড়েছেন কপিল। তবে এবার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা নিজেই।
কপিলের সাথে রেষারেষির সমস্ত জল্পনা যে কপিল শর্মার সাথে বন্ধুত্বে চীড় ধরলো ক্রুষ্ণার! রাখঢাক না রেখে, অভিনেতা নিজেই জানালেন সত্যিটা। বর্তমানে এই দুই কৌতুক অভিনেতাই একসঙ্গে কাজ করছেন। আর কপিল শর্মার মঞ্চে ক্রুষ্ণা কখনও ‘স্বপ্না’ কিংবা কখনও ‘অমিতাভ বচ্চন’, আবার কখনও ‘ধর্মেন্দ্র’ সেজে হাজির হয়ে নানান মজাদার কাণ্ডকারখানা করেন ক্রুষ্ণা।
সমস্ত জল্পনা উড়িয়ে কপিলের সাথে বন্ধুত্ব প্রসঙ্গে ক্রুষ্ণা বলেছেন ‘আমাদের হয়ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় কিন্তু সেসব খবর কোনওদিনই আমাদের বন্ধুত্বের মধ্যে প্রভাব ফেলেনি। গত চার বছর ধরে কপিলের এই শো-তে আমি কাজ করছি। বিশ্বাস করুন, আমাদের বন্ধুত্ব আরও পোক্ত হয়েছে। আমরা যে কোনও পরিস্থিতিতেই পরস্পরের পাশে থেকেছি এবং সবসময় পরস্পরকে সম্মান করে এসেছি। সেটাই মনে হয় কপিল ও আমার বন্ধুত্ব টিকে থাকার অন্যতম কারণ।’