কমেডি নাইট উইথ কপিল (Comedy Nights With Kapil) শো থেকে অনেকেই জনপ্রিয়তা পেয়েছেন। এমনি একজন হলেন কিং কিকু শারদা। শোয়ে বাচ্চা যাদবের (Baccha Yadav) চরিত্র! অভিনেতার আসল নাম যে কিকু শারদা (Kiku Sharda) সেটা খুব কম লোকই জানেন। কারণ তিনি পলক ও বাচ্চা যাদব নামেই বেশি পরিচিত। পর্দায় অভিনেতাকে দেখলেই হাসির ফোয়ারা ছুটতে বাধ্য। আর লোক হাসানোর এই ট্যালেন্টের দৌলতেই আজ জীবনের সবটুকুই পেয়েছেন তিনি।
নেটিজেনদের অনেকেরই আগ্রহ রয়েছে অভিনেতা কত টাকা উপার্জন করেন কপিল শর্মা শো থেকে? তাছাড়া পছন্দের সেলেব্রিটির পর্দার বাইরের বাস্তবের খবর জানতেও অনেকেই আগ্রহী। আজ আপনাদের অভিনেতার স্ত্রী সন্তানদের পরিচয় থেকে তার আয় সবটুকুই জানাবো।
অভিনেতা কিকু শারদা দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন। নিজের কাজের দৌলতেই আজ প্রচুর সম্পত্তির মালিক তিনি। মুম্বাইয়ের তৈরি করেছেন নিজের বাড়ি। যা একটি ‘রিসোর্ট’ এর থেকে কম কিছু নয়। মুম্বইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে অবস্থিত তাঁর বিলাসবহুল বাড়িটি। সপরিবারে সেখানেই থাকেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে, অভিনেতাকে বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে তার অ্যাপার্টমেন্টের ঝলক শেয়ার করতে দেখা গিয়েছে। যেখানে তাকে তার পরিবারের সাথে সময় কাটাতে দেখা গেছে। সেখানেই ভক্তদের অনুরোধ আসে, কিকুর স্বপ্নের বাড়িটি যেন তিনি তার ভক্তদের ঘুরিয়ে দেখান। ব্যাস অভিনেতা তথা কমেডি কিং কিকু নিজেও বহুবার তার ভক্তদের উদ্দেশ্যে তার স্বপ্নের বাড়ির বিভিন্ন আনাচে কানাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলে যান তাহলেই দেখতে পাবেন তার বাড়ির সুন্দর অন্দরসজ্জা। যা আপনাকে মোহিত কোটির বাধ্য।
যেমনটা জানা যায়, ফ্ল্যাটটির দাম আনুমানিক কোটি টাকার উপরে! কিকুর বাড়ির ভেতরের রঙের কারুকার্যের সমন্বয় খুবই সুন্দর। কিকু শারদার বাড়িতে একটি বিশাল বারান্দা রয়েছে, যেখানে তিনি তার পরিবারের সাথে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করেন। রয়েছে একটি সুন্দর সুইমিংপুল যেখানে তিনি ও তার সন্তানেরা মাঝে মাঝেই সাঁতার কাটেন। কাজের পর পরিবারের সাথেই বেশি থাকতে পছন্দ করেন কিকু।
বলা বাহুল্য, কিকু শারদা বর্তমানে দ্য কপিল শর্মা শোতে বাচ্চা যাদব, সন্তোষ এবং বাম্পারের মতো চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি আসতে চলেছে, কপিল শর্মা শো এর নতুন সিজন সেখানে কিকুকে কোন চরিত্রে দেখা যায় তাই নিয়ে চলছে ভক্ত মহলে জোর গুঞ্জন!