• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাশ্মীর ফাইলস’ বিতর্কে সোশ্যাল মিডিয়া জুড়ে শো বয়কটের ডাক! অবশেষে নীরবতা ভাঙলেন কপিল শর্মা

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো হল দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) । বরাবরই এই শোকে ঘিরে অনুরাগীদের মধ্যে মাতামাতির অন্ত নেই। ইতিপূর্বে একাধিকবার বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছে এই শো। সম্প্রতি ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কমেডি কিং কপিল শর্মার (Kapil Sharma) এই জনপ্রিয় কমেডি শো।

বলিউডে নতুন কোনো সিনেমা মুক্তি পাওয়া মানেই সেই সিনেমার প্রোমোশনের জন্য খ্যাতনামা সমস্ত পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী সকলেই আসেন দ্য কপিল শর্মা শোয়ের মঞ্চে। হাসি, আড্ডয় মেতে ওঠেন সকলে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠেছে ‘কপিল শর্মা শো’ বয়কটের ডাক। এমনকি‘কপিল শর্মা শো’-এর আইএমডিবি রেটিং কমানোরও ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।

   

Kapil Sharma কপিল শর্মা
আসলে ঘটনার সূত্রপাত হয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) আসন্ন সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-(The Kashmir Files) কে ঘিরে। জানা যায় সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী পরিচালকের কাছে জানতে চায় তিনি কেন এই সিনেমার প্রচারে কপিল শর্মার শোয়ে যাচ্ছেন না। এরপরেই বিস্ফোরক অভিযোগ এনে পরিচালক বিবেক অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় জানান কপিল শর্মার শোতে তার ছবি ‘কাশ্মীর ফাইলস’-এর প্রচার করতে অস্বীকার করা হয়েছে।

দ্য কপিল শর্মা শো,The Kapil Sharma Show,বিবেক অগ্নিহোত্রী,Vivek Agnihotri,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,কপিল শর্মা,Kapil Sharma,Boycott,বয়কট

বিবেক অগ্নিহোত্রী লিখেছিলেন ‘কপিল শর্মার শোতে কাকে আমন্ত্রণ জানানো হবে তা আমি ঠিক করি না। তিনি কাকে ডাকতে চান এটা তার এবং তার প্রযোজকদের পছন্দ। এরপরেই মিডিয়া জুড়ে ওঠে দ্য কপিল শর্মার শো বয়কটের (Boycott) ডাক। কপিল ভক্ত এক ব্যাবহারকারী লেখেন ‘কেন কাশ্মীর ফাইলের প্রচারে নার্ভাস ছিলেন কপিল? কি এমন ভয় ছিল যা বিবেক অগ্নিহোত্রী এবং তার ছবির আইকনিক স্টারকাস্টকে তার শোতে আমন্ত্রণ জানায়নি? ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ছিলাম, কিন্তু আপনি আমাকে এবং কপিল শর্মা শো-এর কোটি কোটি ভক্তদের হতাশ করেছেন। আমি আপনাকে বয়কট করছি।’

দ্য কপিল শর্মা শো,The Kapil Sharma Show,বিবেক অগ্নিহোত্রী,Vivek Agnihotri,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,কপিল শর্মা,Kapil Sharma,Boycott,বয়কট
অবশেষে এই ‘কাশ্মীরি ফাইলস’ বিতর্কে নীরবতা ভাঙলেন খোদ কপিল শর্মা। সোশ্যাল অভিযোগকারী এক ব্যক্তির টুইট রিটুইট করে কপিল লিখেছেন, ‘এটা সত্যি নয় রাঠোর সাহাব। আপনি জিজ্ঞেস করেছেন সে জন্য বললাম। বাকিদের সাফাই দিয়ে কোনও লাভ নেই। একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হওয়ার কারণে, আমি পরামর্শ দিতে পারি আজকের দিনে সোশ্যাল মিডিয়া জগতে কোনও একপক্ষের গল্প বিশ্বাস করবেন না। ধন্যবাদ।’